আজ- রবিবার | ১৬ নভেম্বর, ২০২৫
১ অগ্রহায়ণ, ১৪৩২ | সন্ধ্যা ৬:৫৬
১৬ নভেম্বর, ২০২৫
১ অগ্রহায়ণ, ১৪৩২
১৬ নভেম্বর, ২০২৫, ১ অগ্রহায়ণ, ১৪৩২

স্কুলছাত্রীকে উত্যক্তের দায়ে মামার এক বছরের কারাদণ্ড

দৃষ্টি নিউজ:

টাঙ্গাইলে এক স্কুলছাত্রীকে উত্যক্ত করার দায়ে রাজিবুল নামে এক যুবককে এক বছরের বিনাশ্রম কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত।

বৃহস্পতিবার(২৩ এপ্রিল) বিকালে সদর উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট আতিকুল ইসলাম এ দণ্ডাদেশ দেন। দণ্ডপ্রপ্ত রাজিবুল (২৮) সদর উপজেলার গালা ইউনিয়নের সদুল্যাপুর গ্রামের বাসিন্দা। তিনি ওই ছাত্রীর সম্পর্কে মামা হন।

জানা যায়, ওই স্কুলছাত্রীর মা তার ছোট ছেলের চিকিৎসার জন্য টাঙ্গাইল জেনারেল হাসপাতালে অবস্থান করছেন। এসময় তার ষষ্ঠ শ্রেণিতে পড়ুয়া মেয়েকে নানা বাড়িতে রাখেন। এ অবস্থায় ওই ছাত্রীর মামা রাজিবুল তাকে বিভিন্ন সময় নানাভাবে উত্যক্ত করে ও কুপ্রস্তাব দেন।

বৃহস্পতিবার হাসপাতালে এসে ওইছাত্রী তার মাকে উত্যক্তের ঘটনা খুলে বলে। ঘটনা শুনে ওই ছাত্রীর মা হাসপাতালে বসেই ৯৯৯ এ ফোন করে অভিযোগ করে বলেন, প্রশাসন সহযোগিতা না করলে যেকোন সময় তার মেয়ের বিপদ হতে পারে। ফোনে তিনি আরো জানান, তার মেয়ে নানার বাড়িতে নিরাপত্তাহীনতায় ভুগছেন। তার মামা কুপ্রস্তাব দিচ্ছে। যে কোন সময় খারাপ কিছু ঘটতে পারে বলে ৯৯৯ এ জানান।

টাঙ্গাইল সদর উপজেলা নির্বাহী অফিসার ও ভ্রাম্যমান আদালতের বিচারক আতিকুল ইসলাম বলেন, অভিযোগ পেয়ে ঘটনাস্থলে গিয়ে সত্যতা পাওয়ায় ভ্রাম্যমান আদালত পরিচালনা করে ইভটিজিং করার অপরাধে রাজিবুলকে এক বছরের বিনাশ্রম কারাদণ্ড দেয়া হয়। দন্ডবিধি ১৮৬০ এর ৫০৯ ধারা অনুযায়ী এ সাজা প্রদান করা হয়েছে। পরে তাকে টাঙ্গাইল জেলা কারাগারে পাঠিয়ে দেয়া হয়।

শেয়ার করুন স্যোশাল মিডিয়াতে

Facebook
Twitter
LinkedIn
X
Print
WhatsApp
Telegram
Skype

সর্বশেষ খবর

এই সম্পর্কিত আরও খবর পড়