
দৃষ্টি নিউজ:
টাঙ্গাইলের ভূঞাপুর উপজেলার পূর্নবাসন এলাকায় সংঘবদ্ধ হয়ে এক স্কুল শিক্ষার্থীকে ধর্ষণের অভিযোগে সোমবার(১৬ মার্চ) গ্রেপ্তার করে আদালতে সোপর্দ করেছে পুলিশ। রোববার(১৫ মার্চ) রাতে ধর্ষিতার বাবা বাদি হয়ে চারজনের নাম উল্লেখ করে ভূঞাপুর থানায় মামলা দায়ের করেন।
গ্রেপ্তারকৃতরা হচ্ছেন, ভূঞাপুর উপজেলার পলশিয়া গ্রামের আ. হামেদের ছেলে রানা বাবু (১৬) ও একই গ্রামের আব্দুল খালেকের ছেলে জাকারিয়া (২০)।
মামলা সূত্রে জানাগেছে, ধর্ষিতা ওই শিক্ষার্থীকে বিদ্যালয়ে যাতায়াতের পথে উপজেলার পলশিয়া গ্রামের রানা বাবু প্রেমের প্রস্তাব দেয়। প্রেমের প্রস্তাব প্রত্যাখ্যান করায় রানা বাবু ওই শিক্ষার্থীকে উত্যক্ত করে। ক্ষুব্দ হয়ে গত ৯ মার্চ(সোমবার) রাতে প্রকৃতির ডাকে ওই শিক্ষার্থী ঘর থেকে বের হলে রানা বাবুসহ চারজন সংঘবদ্ধ হয়ে জোরপূর্বক তাকে পাশের সিরাজকান্দি গ্রামে নিয়ে যায়। পরে সেখানে রানা বাবু ও তার বন্ধু জীবনের সহযোগিতায় উপজেলার ৪নং পুর্নবাসন গ্রামের বাদশার ছেলে সুজন ও পলশিয়া গ্রামের খালেকের ছেলে জাকারিয়া ছাত্রীটিকে ধর্ষণ করে। ধর্ষণের পর বিষয়টি কাউকে জানালে মেরে ফেলার হুমকি দেয়। পরে ধর্ষণের বিষয়টি ওই ছাত্রী তার পরিবারের কাছে জানায়।
ভূঞাপুর থানার অফিসার ইনচার্জ(ওসি) রাশিদুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, ৯ মার্চ রাতে চার ব্যক্তি সংঘবদ্ধ হয়ে ওই শিক্ষার্থীকে জোরপূর্বক অপহরণ করে। পরে সিরাজকান্দিতে নিয়ে জাকারিয়া ও সুজন তাকে ধর্ষণ করে।
আটক রানা বাবু ও জাকারিয়া প্রাথমিক জিজ্ঞাসাবাদে পুলিশের কাছে ধর্ষণের কথা স্বীকার করেছে। তাদেরকে আদালতে সোপর্দ করা হয়েছে। ধর্ষিত ছাত্রীকে ডাক্তারী পরীক্ষার জন্য টাঙ্গাইল জেনারেল হাসপাতালে পাঠানো হয়েছে।
