দৃষ্টি নিউজ:

টাঙ্গাইলের কালিহাতী উপজেলার গান্ধিনাস্থ লায়ন ফেরদৌস আলম ফিরোজ স্কুল অ্যান্ড কলেজ সদ্য ঘোষিত এমপিওভূক্তি তালিকায় স্থান পাওয়ায় প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে অভিনন্দন জানিয়ে আনন্দ মিছিল করেছেন শিক্ষক ও শিক্ষার্থীরা। বৃহস্পতিবার(২৪ অক্টোবর) টাঙ্গাইল-৪(কালিহাতী) আসনের এমপি আলহাজ হাছান ইমাম খান সোহেল হাজারীর মাধ্যমে তারা ওই অভিনন্দন জানান।
বৃহস্পতিবার দুপুরে বৃষ্টিতে ভিজে ছাতা মথায় দিয়ে স্কুল অ্যান্ড কলেজ প্রাঙ্গন থেকে একটি আনন্দ র্যালি বের হয়ে স্থানীয় বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে পুনরায় স্কুল অ্যান্ড কলেজের সামনে গিয়ে শেষ হয়। পরে ছাত্র-ছাত্রীরা আনন্দ উৎসবে মেতে ওঠে।
এসময় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন, লায়ন ফেরদৌস আলম ফিরোজ স্কুল অ্যান্ড কলেজর প্রতিষ্ঠাতা লায়ন ফেরদৌস আলম ফিরোজ, তার সহধর্মনী লায়ন পারভীন ফিরোজসহ শিক্ষক, শিক্ষার্থী ও এলাকার গণ্যমান্য ব্যক্তিরা।
