আজ- বুধবার | ৯ জুলাই, ২০২৫
২৫ আষাঢ়, ১৪৩২ | ভোর ৫:০৭
৯ জুলাই, ২০২৫
২৫ আষাঢ়, ১৪৩২
৯ জুলাই, ২০২৫, ২৫ আষাঢ়, ১৪৩২

স্বস্তিতে কর্মস্থলে ফিরছে মানুষ ॥ সেতুতে টোল আদায় দেড় কোটি টাকা

দৃষ্টি নিউজ:

ঈদের ছুটি শেষে কর্মস্থলে ফিরতে শুরু করেছে কর্মজীবী মানুষ। অনেকে ভোগান্তি এড়াতে সরকারি ছুটি শেষ হওয়ার আগেই ফিরছেন কর্মস্থলে। ফলে ঢাকা-টাঙ্গাইল-যমুনা সেতু মহাসড়কে যানবাহনের সংখ্যা বেড়েছে। মঙ্গলবার (১০ জুন) মহাসড়কের বিভিন্ন স্থানে ঘুরে এমন চিত্র দেখা যায়। এদিকে যমুনা সেতুর ওপর দিয়ে গত ২৪ ঘণ্টায় ২৩ হাজার ৮০৩টি যানবাহন পারাপার হয়েছে। এতে টোল আদায় হয়েছে এক কোটি ৪৯ লাখ ২০ হাজার ৩০০ টাকা।

 

 

 

 

 

 

বাসেকের যমুনা সেতু সাইট অফিস সূত্রে জানা যায়, রোববার রাত ১২টা থেকে সোমবার রাত ১২টা পর্যন্ত ২৪ ঘণ্টায় ২৩ হাজার ৮০৩টি যানবাহন পারাপার হয়েছে। এরমধ্যে উত্তরবঙ্গগামী ১২ হাজার ৫৯টি যানবাহন পারাপার হয়েছে। এতে টোল আদায় হয়েছে ৭৫ লাখ ৬৪ হাজার ২৫০টাকা। অপরদিকে ঢাকাগামী ১১ হাজার ৭৪৪টি যানবাহন পারাপার হয়েছে। এর বিপরীত টোল আদায় হয়েছে ৭৩ লাখ ৫৬ হাজার ৫০ টাকা।

 

 

 

 

 

 

 

গণপরিবহনের পাশাপাশি ব্যক্তিগত গাড়ি নিয়েও মানুষ কর্মস্থলে ফিরছেন। তবে মহাসড়কের কোথাও কোনো যানজটের সৃষ্টি হতে দেখা যায়নি।

 

 

 

 

 

টাঙ্গাইলের পুলিশ সুপার মিজানুর রহমান জানান, ঢাকামুখী যানবাহন চলাচল স্বাভাবিক রাখতে পুলিশ সদস্যরা কাজ করছেন। নিবিঘেœই মানুষ রাজধানী সহ বিভিন্ন স্থানে যেতে পারছেন।

 

 

 

 

 

 

 

শেয়ার করুন স্যোশাল মিডিয়াতে

Facebook
Twitter
LinkedIn
X
Print
WhatsApp
Telegram
Skype

সর্বশেষ খবর

এই সম্পর্কিত আরও খবর পড়