দৃষ্টি নিউজ:

টাঙ্গাইল স্বেচ্ছাসেবী ফাউন্ডেশনের প্রথম প্রতিষ্ঠা বার্ষিকী নানা কর্মসূচির মধ্য দিয়ে উদযাপন করা হয়েছে।
বুধবার (৫ আগস্ট) শহরের পুরাতন বাসট্যান্ডের শর্মা হাউজে সকাল ১০ টায় প্রতিষ্ঠা বার্ষিকীর আনুষ্ঠানিকতা শুরু করা হয়।
কর্মসূচির মধ্যে পতাকা উত্তোলন, কবুতর উড়ানো, কেক কাটা এবং আলোচনা সভার আয়োজন করা হয়।
আলোচনা সভায় আব্দুল্লাহ আল মামুনের সভাপতিত্বে বক্তব্য রাখেন, টাঙ্গাইল স্বেচ্ছাসেবী ফাউন্ডেশনের উপদেষ্টা ও বাংলাদেশ সচেতন নাগরীক ফোরামের মহাসচিব বিপ্লব দত্ত পল্টন, উপদেষ্টা খন্দকার রাশেদুল আলম রাশেদ, উপদেষ্টা সাইদুর রহমান সুইট, টাঙ্গাইল
প্রতিদিন পত্রিকার সম্পাদক মো. মোস্তাক হোসেন, প্রতিষ্ঠাতা পরিচালক তানভীর হাসান রুবেল প্রমুখ। অনুষ্ঠান সঞ্চালনা করেন, মোতালেব হোসাইন নিরব।
শেষে আব্দুল্লাহ আল মামুনকে সভাপতি এবং বাবুল হোসেনকে সাধারণ সম্পাদক করে ৪৯ বিশিষ্ট নতুন কার্যকরী কমিটির নাম ঘোষণা ও অনুমোদন করা হয়।
