আজ- রবিবার | ৯ নভেম্বর, ২০২৫
২৪ কার্তিক, ১৪৩২ | দুপুর ১২:২৯
৯ নভেম্বর, ২০২৫
২৪ কার্তিক, ১৪৩২
৯ নভেম্বর, ২০২৫, ২৪ কার্তিক, ১৪৩২

সড়কে গাছ ফেলে ডাকাতির চেষ্টাকালে দুই ডাকাত গ্রেপ্তার

দৃষ্টি নিউজ:

টাঙ্গাইলের সখীপুর-বাসাইল সড়কে গাছ ফেলে ডাকাতির চেষ্টাকালে ১০ রাউন্ড গুলি বর্ষন করে দুই ডাকাতকে গ্রেপ্তার করেছে পুলিশ। শনিবার(৫ অক্টোবর) উপজেলার নলুয়ার কদমতলীগুনী ব্রিজের কাছে এ ঘটনা ঘটে।

গ্রেপ্তারকৃতরা হচ্ছেন, বাসাইল উপজেলার কাশিল গ্রামের রিয়াজ উদ্দিনের ছেলে শামীম ওরফে ফরিদ মিয়া(৩৫) ও ভূঞাপুর উপজেলার কষ্টাপাড়ার আবদুর রশীদের ছেলে আল-আমিন(৩২)।

পুলিশ জানায়, শনিবার রাতে সিএনজি চালিত অটোরিকশাযোগে পুলিশের টহলদল ওই সড়কে গাছ পড়ে রয়েছে দেখে দাঁড়ায়। এ সময় ১২-১৪ জনের ডাকাতদল অটোরিকশাটি ঘিরে ফেলে। পরে অটোরিকশায় পুলিশ দেখে ডাকাতরা পিকআপ নিয়ে পালানোর চেষ্টা করে। এ সময় পুলিশ গুলি ছুঁড়লে পিকআপের চাকা ফেটে যায়। ডাকাতরা দৌঁড়ে পালানোর সময় পুলিশ দুইজনকে ধরে ফেলে। গ্রেপ্তারকৃতদের নামে ডাকাতিসহ বিভিন্ন মামলা রয়েছে।

সখীপুর থানার অফিসার ইনচার্জ(ওসি) আমির হোসেন বলেন, খবর পেয়ে অতিরিক্ত পুলিশ গিয়ে ঘটনাস্থল থেকে দুইটি চাপাতি, রড ও ডাকাতির কাজে ব্যবহৃত পিকআপ উদ্ধার করেছে।

শেয়ার করুন স্যোশাল মিডিয়াতে

Facebook
Twitter
LinkedIn
X
Print
WhatsApp
Telegram
Skype

সর্বশেষ খবর

এই সম্পর্কিত আরও খবর পড়