দৃষ্টি নিউজ:

টাঙ্গাইল পুলিশ সুপারের সম্মেলন কক্ষে সড়ক পরিবহন আইন-২০১৮ এর একাদশ অধ্যায় অপরাধ, বিচার ও দন্ড নিয়ে বৃহস্পতিবার(৩১ অক্টোবর) দুপুরে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
টাঙ্গাইল জেলা সড়ক পরিবহন বাস-কোচ মালিক ও শ্রমিকদের সাথে বাংলাদেশ সড়ক পরিবহন বিআরটিএ’র ওই সভা অনুষ্ঠিত হয়। আইনটি ১ নভেম্বর ২০১৯ থেকে কার্যকর হচ্ছে।
টাঙ্গাইল জেলা পুলিশ সুপার সঞ্জিত কুমার রায়ের সভাপতিত্বে সভায় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন, টাঙ্গাইল পৌর সভার মেয়র জামিলুর রহমান মিরন, টাঙ্গাইল প্রেসক্লাবের সভাপতি জাফর আহমেদ, বাস-কোচ মালিক সমিতির মহাসচিব গোলাম কিবরিয়া বড়মনি, বাংলাদেশ রোড ট্রান্সপোর্ট অথরিটি বিআরটিএ টাঙ্গাইল সদর সার্কেলের সহকারী পরিচালক ইঞ্জি: মো. আবু নায়েম।
https://youtu.be/eD_YcSzeQu0
এসময় টাঙ্গাইল জেলার বিভিন্ন শ্রমিক সংগঠন, প্রশাসনের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
