আজ- শনিবার | ২২ মার্চ, ২০২৫
৮ চৈত্র, ১৪৩১ | সকাল ৮:৫২
২২ মার্চ, ২০২৫
৮ চৈত্র, ১৪৩১
২২ মার্চ, ২০২৫, ৮ চৈত্র, ১৪৩১

হত্যাচেষ্টা মামলায় সাবেক এমপি ছানোয়ার রিমান্ডে

দৃষ্টি রিপোর্ট:

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে অংশগ্রহণকারী মিঠুন ফকিরকে(২৮) হত্যাচেষ্টা মামলায় টাঙ্গাইল-৫(সদর) আসনের আওয়ামী লীগ দলীয় সাবেক সংসদ সদস্য (এমপি) মো. ছানোয়ার হোসেনসহ দলটির তিন নেতার তিন দিন করে রিমান্ড মঞ্জুর করেছেন ঢাকার একটি আদালত। সোমবার (১৭ ফেব্রুয়ারি) ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট জিএম ফারহান ইশতিয়াক রিমান্ডের এ আদেশ দেন।

 

 

 

 

 

রিমান্ডে যাওয়া অপর আসামিরা হচ্ছেন- ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি মো. আবু মুসা আনসারী (৫৬) ও ভাটারা থানার ৪০ নং ওয়ার্ডের সহ-সভাপতি মো. সালাউদ্দিন সালেক ওরফে সালেক ঢালী (৫৮)।

 

 

 

 

 

 

গত ১৫ ফেব্রুয়ারি রাত সাড়ে ১১টা থেকে দিবাগত রাত সাড়ে ৩টা পর্যন্ত ভাটারা থানা এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে তাদের গ্রেপ্তার করা হয়। পরদিন তাদের ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে হাজির করে সাত দিনের রিমান্ডে নিতে আবেদন করে পুলিশ। মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মাছুমা রহমান তাদের কারাগারে পাঠিয়ে রিমান্ড শুনানির জন্য সোমবার (১৭ ফেব্রেুয়ারি) দিন ধার্য করেন।

 

 

 

 

 

সে অনুযায়ী এদিন তাদের কারাগার থেকে ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে হাজির করা হয়। এরপর তাদের আইনজীবী রিমান্ড বাতিলসহ জামিন আবেদন করেন। উভয়পক্ষের শুনানি শেষে আদালত তাদের জামিন আবেদন নামঞ্জুর করে তিন দিনের রিমান্ড মঞ্জুর করেন।

 

 

 

 

 

 

মামলার অভিযোগ থেকে জানা যায়, গত ৫ আগস্ট সকাল ১০টায় ভাটারা থানাধীন জে ব্লকের ৯নং রোডের পাকা রাস্তার ওপর বৈষম্যবিরোধী আন্দোলনে অংশগ্রহণকারী মিঠুন ফকির (২৮) হামলায় আহত হন। এ ঘটনায় তিনি বাদী হয়ে গত ১৯ ডিসেম্বর ভাটারা থানায় একটি হত্যাচেষ্টা মামলা করেন।

 

প্রকাশ, টাঙ্গাইল-৫(সদর) আসনের সাবেক এমপি মো. ছানোয়ার হোসেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে হতাহতদের পক্ষে দায়ের করা অন্তত তিনটি মামলার আসামি।

 

 

 

 

 

শেয়ার করুন স্যোশাল মিডিয়াতে

Facebook
Twitter
LinkedIn
X
Print
WhatsApp
Telegram
Skype

সর্বশেষ খবর

এই সম্পর্কিত আরও খবর পড়