ভূঞাপুর প্রতিনিধি:
ছাত্র-জনতার আন্দোলনে গণঅভ্যুত্থানে দেশত্যাগ করা আওয়ামী লীগের সভাপতি ও সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার কঠোর সমালোচনা করে বিএনপির ভাইস চেয়ারম্যান শামসুজ্জামান দুদু বলেছেন, আওয়ামীলীগ শয়তানের শয়তান, তাদের (আওয়ামীলীগের) নাম বেশি মুখে নেওয়া ঠিক নয়। তারা এখন পৃথিবীতে নেই- ন্যাচারালি বিদায় হয়ে গেছে। এগুলো মানুষরুপী শয়তান, দানব। আওয়ামী লীগের ভেতরে একটি সুস্থ মস্তিষ্ক, সবল ও স্বাভাবিক মানুষ খুঁজে পাওয়া দুষ্কর। আপনারা হাসিনাকে পাগল বলিয়েন না- তিনি উন্মাদ। শুক্রবার (২৮ ফেব্রুয়ারি) সন্ধ্যায় টাঙ্গাইলের ভূঞাপুর উপজেলা ও পৌর বিএনপির উদ্যোগে স্থানীয় সরকারি পাইলট উচ্চ বিদ্যালয় মাঠে কেন্দ্রীয় বিএনপির ভাইস চেয়ারম্যান ও সাবেক শিক্ষাউপমন্ত্রী সদ্য কারামুক্ত অ্যাডভোকেট আব্দুল সালাম পিন্টুর গণসংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
তিনি বলেন, আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের আগে কেউ কেউ অন্য (স্থানীয়) নির্বাচন চাচ্ছেন তা হবেনা। আগে জাতীয় সংসদ নির্বাচন। তার আগে কোনো নির্বাচন এদেশের জনগণ মেনে নেবে না।
সংবর্ধিত অতিথি বিএনপির ভাইস চেয়ারম্যান সদ্য কারামুক্ত অ্যাডভোকেট আব্দুল সালাম পিন্টু বলেন, বাংলাদেশ তলাবিহীন ঝুড়ি থেকে জিয়াউর রহমানের নেতৃত্বে যখন কৃষিক্ষেত্রে ব্যাপক উন্নয়ন হচ্ছিল। পাশাপাশি শিল্প কলকারখানা গড়ে যখন উৎপাদনে যাবে, তখনই পার্শ্ববর্তী রাষ্ট্রের চক্রান্ত ও ষড়যন্ত্রে প্রেসিডেন্ট জিয়াউর রহমানকে হত্যা করা হয়।
ওই গণসংবর্ধনা সভায় কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির প্রচার সম্পাদক সুলতান সালাউদ্দিন টুকু বলেন, বিএনপি ও বাংলাদেশ একে অপরের পরিপূরক। এই মুহূর্তে নির্বাচন হলে বিএনপি ছাড়া কেউ নির্বাচিত হবে না। তাই বিএনপির বিরুদ্ধে গভীর ষড়যন্ত্র চলছে। এখন যারা বিএনপির বিরুদ্ধে ষড়যন্ত্র করছে এক সময় তারাও থাকবে না।
তিনি বলেন, জুলুম-অত্যাচার করে কেউ ক্ষমতায় টিকে থাকতে পারে না। যার উদাহরণ আওয়ামী লীগ, খুনি ও স্বৈরাচার হাসিনা। যারা বিএনপির নেতা-কর্মীদের, ছাত্রদের ও আলেমদের হত্যা করেছে, তাদের জায়গা আর বাংলার মাটিতে হবে না। তবে স্বৈরাচার বিদায় হলেও তাদের দোসররা এখনও বাংলাদেশে রয়ে গেছে। তারা বিভিন্ন সময়ে দেশকে অস্থিতিশীল করার চক্রান্তে লিপ্ত রয়েছে। এই চক্রান্তকারীদের বিরুদ্ধে সবাইকে সচেতন থাকতে হবে।
গণসংবর্ধনা অনুষ্ঠানে ভূঞাপুর উপজেলা বিএনপির সভাপতি অ্যাডভোকেট গোলাম মোস্তফার সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক সেলিমুজ্জামান তালুকদার সেলুর সঞ্চালনায় অন্যদের মধ্যে বক্তব্য রাখেন, বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য ওবায়দুর হক নাসির, টাঙ্গাইল জেলা বিএনপির সভাপতি হাসানুজ্জামিল শাহীন, সাধারণ সম্পাদক অ্যাডভোকেট ফরহাদ ইকবাল প্রমুখ। এ সময় জেলা ও উপজেলার সকল পর্যায়ের নেতাকর্মী উপস্থিত ছিলেন।