দৃষ্টি নিউজ:

জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৫তম শাহাদৎ বার্ষিকী ও জাতীয় শোক দিবস পালন করেছে হিন্দু ধর্মীয় কল্যাণ ট্রাস্ট।
শনিবার(১৫ আগস্ট) বিকালে টাঙ্গাইল শ্রী শ্রী কালীবাড়ি প্রাঙ্গণে এ উপলক্ষে আলোচনা ও বিশেষ প্রার্থনা সভা অনুষ্ঠিত হয়।
মন্দিরভিত্তিক শিশু ও গণশিক্ষা কার্যক্রম জেলা শাখার সহকারী প্রকল্প পরিচালক রমেশ চন্দ্র সরকারের সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন, টাঙ্গাইলের অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোশারফ হোসেন খান।
বিশেষ অতিথি ছিলেন, হিন্দু ধর্মীয় কল্যাণ ট্রাস্টের ট্রাস্টি সুভাষ চন্দ্র সাহা, টাঙ্গাইলের শ্রী শ্রী কালীবাড়ির সাধারণ সম্পাদক জীবন কৃষ্ণ চৌধুরী, ময়মনসিংহ মেডিকেল কলেজের
অধ্যাপক ডা. রতন চন্দ্র সাহা, শ্রী শ্রী কালীবাড়ির সহ-সভাপতি চিত্তরঞ্জন সরকার, জেলা পুজা উদযাপন পরিষদের সাধারণ সম্পাদক প্রদীপ কুমার গুন(ঝন্টু), মন্দির ভিত্তিক
শিশু ও গণশিক্ষা কার্যক্রম টাঙ্গাইল সদর উপজেলা শাখার মনিটরিং কমিটির সদস্য মুকুল কুমার সাহা প্রমুখ। শেষে বিশেষ প্রার্থনা অনুষ্ঠিত হয়।
