দৃষ্টি বিনোদন:
ঢালিউড কিং শাকিব খান অভিনীত বহুল প্রতীক্ষিত সিনেমা ‘দরদ’ শুক্রবার মুক্তি পাচ্ছে। প্যান ইন্ডিয়ার নির্মিত ছবিটি বাংলাদেশসহ মুক্তি পাচ্ছে বিশ্বের প্রায় ২২টি দেশের ২৫৭ প্রেক্ষাগৃহে। আর বাংলাদেশে ৮৪টি প্রেক্ষাগৃহে মুক্তি পাচ্ছে ‘দরদ’।
রাজনৈতিক পটপরিবর্তন ও চলচ্চিত্রের টানাপোড়েনে একেবারে স্থবির হয়ে পড়েছিল দেশের সিনেমা হলগুলো। অত্যাধুনিক প্রেক্ষাগৃহের বাইরে প্রায় পুরোপুরি বন্ধ হয়ে যায় সিঙ্গেল স্ক্রিনগুলো। এবার সেগুলো আবার খুলেছে।
সিনেমাটির নির্মাতা ও প্রযোজক অনন্য মামুন জানিয়েছেন, প্রথম সপ্তাহে দেশে ৮৩ হলে মুক্তি দেয়া হচ্ছে ‘দরদ’, যা দ্বিতীয় সপ্তাহে আরো বাড়বে। এই সিনেমা দিয়ে দেশের চলচ্চিত্র ইন্ডাস্ট্রি আবারো চাঙ্গা হবে বলে তার আশা।
রোমান্টিক থ্রিলার ধাঁচের ছবি ‘দরদ’-এ শাকিব খানের বিপরীতে অভিনয় করেছেন বলিউড অভিনেত্রী সোনাল চৌহান।
এদিকে ‘দরদ’ মুক্তি উপলক্ষে একটি ভিডিও বার্তা দিয়েছেন এই অভিনেত্রী। ছবিটি দেখার আহ্বান জানিয়ে তিনি বলেন, দার্দ ইজ রিলিজিং টুমরো ওয়ার্ল্ড ওয়াইড। এটা মিস করবেন না। দ্রুত টিকিট বুক করুন এবং সাক্ষী হন দুলু মিয়া ও ফাতেমার সুন্দর একটি লাভ স্টোরির। আর হ্যাঁ, বাংলাদেশ আমি তোমাদের ভালোবাসি।
বাংলাদেশ-ভারত যৌথ প্রযোজনার ‘দরদ’ এর হিন্দি নাম ‘দার্দ’। শাকিব-সোনাল ছাড়াও এর অন্য চরিত্রে অভিনয় করেছেন পায়েল সরকার, রাহুল দেব, অলোক জৈন, রাজেশ শর্মা, সাফা মারুয়া, ইমতু রাতিশ প্রমুখ।
বাংলাদেশের অ্যাকশন কাট এন্টারটেইনমেন্ট ও কিবরিয়া ফিল্মসে সঙ্গে এটি প্রযোজনা করেছে ভারতের এসকে মুভিজ।
বৃহস্পতিবার(১৪ নভেম্বর) অফিসিয়াল ফেসবুক পেজে এক পোস্টে শাকিব খান লিখেছেন, পরিবার-পরিজন, বন্ধুবান্ধব, আত্মীয়স্বজন সবাইকে নিয়ে প্রেক্ষাগৃহে আসুন। আশা করছি, দরদ ভরা ভালোবাসায় ভরে যাবে সবার হৃদয়।
শাকিব খানসহ সিনেমার অভিনয়শিল্পীরা তো সিনেমার প্রচার করছেন, এর বাইরে শরীফুল রাজ, নির্মাতা ও অভিনেতা শরাফ আহমেদ জীবনসহ আরো অনেকে ছবিটি নিয়ে ফেসবুকে পোস্ট করেছেন।