আজ- শুক্রবার | ১৪ নভেম্বর, ২০২৫
২৯ কার্তিক, ১৪৩২ | রাত ১১:৫৮
১৪ নভেম্বর, ২০২৫
২৯ কার্তিক, ১৪৩২
১৪ নভেম্বর, ২০২৫, ২৯ কার্তিক, ১৪৩২

২৭ বছর পর ৭ বছরের সাজাপ্রাপ্ত আসামি গ্রেপ্তার

দৃষ্টি নিউজ:

দীর্ঘ ২৭ বছর পর অস্ত্র মামলায় ৭ বছরের সশ্রম সাজাপ্রাপ্ত আসামি টাঙ্গাইলের মির্জাপুর উপজেলার আনাইতারা ইউনিয়নের চামারী ফতেপুর গ্রামের ওয়াদুদ মিয়া(৫২) রোববার সন্ধ্যায় সাভার বাসস্ট্যান্ড এলাকা থেকে গ্রেপ্তার হয়েছেন। সোমবার(২০ জানুয়ারি) আদালতের মাধ্যমে তাকে কারাগারে পাঠানো হয়েছে। তিনি চামারী ফতেপুর গ্রামের শাহজাহানের ছেলে।

জানা যায়, ১৯৯৩ সালের ফেব্রুয়ারি মাসে মির্জাপুর থানা পুলিশ ওয়াদুদকে অস্ত্রসহ গ্রেপ্তার করে। মামলা নম্বর ০৬(২)৯৩। অস্ত্র আইনের ১৯(এ) ও (এফ) ধারার অপরাধ প্রমাণিত হওয়ায় ১৯৭৪ সনের বিশেষ ক্ষমতা আইনের ২৬ ধারায় প্রদত্ত ক্ষমতা বলে আদালতের বিচারক তাকে ৭ বছরের সশ্রম কারাদ- দেন। কারাদ- হওয়ার পর থেকে ওয়াদুদ বিভিন্ন স্থানে গাঢাকা দিয়ে থাকেন। গোপন সংবাদের ভিত্তিতে মির্জাপুর থানার উপপরিদর্শক (এসআই) মো. মজিবুর রহমান রোববার(১৯ জানুয়ারি) সন্ধায় ঢাকা জেলার সাভার এলাকায় অভিযান চালিয়ে ওয়াদুদকে গ্রেপ্তার করেন।

মির্জাপুর থানার উপপরিদর্শক(এসআই) মজিবুর রহমান বলেন, ‘২৭ বছর আগে অস্ত্রসহ ধরা পড়ে ওয়াদুদ মিয়া। জামিনে বের হয়ে এলাকা থেকে তিনি পালিয়ে যান। যশোর গিয়ে বিয়ে করেন। সেখানে তার ২০ বছরের একটি মেয়ে রয়েছে। এরপর তিনি ঢাকা জেলার সাভারে এসে জমির দালালি শুরু করেন।’

এসআই আরও বলেন, ‘গোপন সংবাদের ভিত্তিতে ওয়াদুদকে সাভার থেকে রোববার(১৯ জানুয়ারি) সন্ধ্যায় গ্রেপ্তার করা হয়। পরে সোমবার(২০ জানুয়ারি) দুপুরে আদালতের মাধ্যমে তাকে কারাগারে পাঠানো হয়েছে।’

শেয়ার করুন স্যোশাল মিডিয়াতে

Facebook
Twitter
LinkedIn
X
Print
WhatsApp
Telegram
Skype

সর্বশেষ খবর

এই সম্পর্কিত আরও খবর পড়