দৃষ্টি নিউজ:
টাঙ্গাইল সদর উপজেলার করটিয়া কলেজপাড়ার মুচিপট্টিতে মঙ্গলবার(১৮ সেপ্টেম্বর) সকালে অভিযান চালিয়ে চোলাই মদসহ ৪ মাদক বিক্রেতাকে গ্রেপ্তার করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন(র্যাব-১২)। গ্রেপ্তারকৃতরা হচ্ছেন, একই এলাকার পরেশ রবি দাসের ছেলে অনিল রবি দাস (৪০), মৃত মনিলাল রবিদাসের স্ত্রী লক্ষী রাণী রবি দাস (৬০), গোপাল রবি দাসের স্ত্রী রুমা রবি দাস (৪০) এবং গোপাল রবিদাসের স্ত্রী জোৎ¯œা রবি দাস (৪৫)। এ সময় তাদের কাছ থেকে ৭৬ লিটার দেশীয় চোলাই মদ উদ্ধার করা হয়।
এ বিষয়ে র্যাব-১২ সিপিসি-৩ এর কোম্পানী কমান্ডার মোহাম্মদ রবিউল ইসলাম বলেন, মঙ্গলবার সকালে গোপন সংবাদের ভিত্তিতে র্যাবের একটি দল করটিয়া কলেজপাড়ার মুচিপট্টিতে অভিযান চালিয়ে ওই এলাকার লক্ষী রাণী রবি দাসের বসত বাড়ি থেকে ৭৬ লিটার দেশীয় চোলাই মদসহ ৪ জনকে গ্রেপ্তার করা হয়।