আজ- ২৯শে মার্চ, ২০২৪ খ্রিস্টাব্দ, ১৫ই চৈত্র, ১৪৩০ বঙ্গাব্দ শুক্রবার  রাত ৪:৩৫

আজ পবিত্র ঈদে মিলাদুন্নবী

 

দৃষ্টি নিউজ:

আজ ১২ রবিউল আউয়াল(শুক্রবার, ৩০অিক্টোবর) পবিত্র ঈদে মিলাদুন্নবী(সা.)। বাংলাদেশের পাশাপাশি বিশ্বের মুসলমানরা বিপুল উৎসাহ-উদ্দীপনা ও ধর্মীয় ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে দিনটি উদযাপন করবে।

প্রায় ১৪০০ বছর আগে এই দিনে (১২ রবিউল আউয়াল) বিশ্বনবী হযরত মুহাম্মদ (স.) জন্মগ্রহণ করেন। আবার ৬৩ বছর বয়সে একই দিনে তিনি ইন্তেকাল করেন।

মহানবী হযরত মুহাম্মদ (সা.)-এর জন্ম ও ওফাত দিবস হিজরি সালের ১২ রবিউল আউয়াল পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) পালন করা হয়।

দেশব্যাপী দিনটি উদযাপন করতে নানা কর্মসূচি হাতে নিয়েছে বিভিন্ন ধর্মীয় সংগঠন। ইসলামি ফাউন্ডেশনের পক্ষ থেকে ১৫ দিনব্যাপী নানা অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে।

এছাড়া পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে রাজধানীর দেশের বিভিন্ন মসজিদে দোয়া মাহফিল ও বিশেষ মোনাজাতের আয়োজন করা হয়েছে।

মন্তব্য করুন

মন্তব্য করেছে

 
 
 
 
 

ব্যবস্থাপনা পরিচালক : মু. জোবায়েদ মল্লিক বুলবুল
আশ্রম মার্কেট ২য় তলা, জেলা সদর রোড, বটতলা, টাঙ্গাইল-১৯০০।
ইমেইল: dristytv@gmail.com, info@dristy.tv, editor@dristy.tv
মোবাইল: +৮৮০১৭১৮-০৬৭২৬৩, +৮৮০১৬১০-৭৭৭০৫৩

shopno