আজ- ২০শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ, ৭ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ শনিবার  রাত ১:৫২

আন্তঃজেলা বিকাশ প্রতারক চক্রের তিন সদস্য গ্রেপ্তার

 

দৃষ্টি নিউজ:

টাঙ্গাইল বাসটার্মিনালের সিকদার মার্কেটের সামনে সোমবার(১৬ মার্চ) দিনগত রাত সাড়ে ৯টার দিকে অভিযান চালিয়ে চারটি মোবাইল ফোন ও আটটি সিম সহ আন্তঃজেলা বিকাল প্রতারক চক্রের তিন সদস্যকে গ্রেপ্তার করেছে পুলিশ।

গ্রেপ্তারকৃতরা হচ্ছেন, মাগুরা জেলার শ্রীপুর উপজেলার মহেষপুর গ্রামের রুস্তম মন্ডলের ছেলে আসাদ মন্ডল(২১), একই গ্রামের আব্দুল মালেক মন্ডলের ছেলে মো. ইমামুল ইসলাম(১৯) ও একই উপজেলার তারাউজিয়াল গ্রামের মো. আক্তার মোল্লার ছেলে মো. হৃদয় মোল্লা।

পুলিশ জানায়, টাঙ্গাইল বাস টার্মিনালের সিকদার মার্কেটের তাসলিমা টেলিকমে(বিকাশের দোকান) গিয়ে উল্লেখিতরা ক্যাশ রেজিস্ট্রারের ছবি তোলার সময় স্থানীয় লোকজনদের সন্দেহ হলে তাদেরকে আটক করে পুলিশকে জানায়। পরে টাঙ্গাইল সদর ফাঁড়ির পুলিশ তাদের গ্রেপ্তার করে নিয়ে যায়।

মঙ্গলবার(১৭ মার্চ) সকালে গ্রেপ্তারকৃতরা ১৬৪ ধারায় আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছে। জবানবন্দিতে গ্রেপ্তারকৃতরা বিকাশের দোকানে গিয়ে কৌশলে ক্যাশ রেজিস্ট্রারের ছবি তুলে বিকাশ অ্যাপসের মাধ্যমে বিভিন্ন কৌশলে গ্রাহকদের সাথে প্রতারণার কথা স্বীকার করেছে।

টাঙ্গাইল মডেল থানার অফিসার ইনচার্জ(ওসি) মীর মোশারফ হোসেন জানান, সদর পুলিশ ফাঁড়ির এসআই মো. মফিকুল ইসলামের নেতৃত্বাধীন একদল পুলিশ আন্তঃজেলা বিকাশ প্রতারক চক্রের তিন সদস্যকে গ্রেপ্তার করে। গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে টাঙ্গাইল মডেল থানায় ডিজিটাল নিরাপত্তা আইনে মামলা দায়ের করা হয়। গ্রেপ্তারকৃতরা আদালতে ফৌ.কা.বি. ১৬৪ ধারা মতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন।

মন্তব্য করুন

মন্তব্য করেছে

 
 
 
 
 

ব্যবস্থাপনা পরিচালক : মু. জোবায়েদ মল্লিক বুলবুল
আশ্রম মার্কেট ২য় তলা, জেলা সদর রোড, বটতলা, টাঙ্গাইল-১৯০০।
ইমেইল: dristytv@gmail.com, info@dristy.tv, editor@dristy.tv
মোবাইল: +৮৮০১৭১৮-০৬৭২৬৩, +৮৮০১৬১০-৭৭৭০৫৩

shopno