দৃষ্টি নিউজ:

টাঙ্গাইলের ভূঞাপুরে ইবরাহীম খাঁ সরকারি কলেজের শিক্ষক-শিক্ষার্থীরা করোনা ভাইরাসের সংক্রমণ প্রতিরোধে জনসচেতনা বৃদ্ধির লক্ষ্যে জনসাধারণের মাঝে বিনামূল্যে মাস্ক বিতরণ করা হয়েছে।
রোববার(২৪ জানুয়ারি) দুপুরে উপজেলা সদরের বাসস্ট্যান্ড চত্ত্বরে ওই সচেতনমূলক কার্যক্রম চালানো হয়।
এ সময় ইব্রাহিম খাঁ সরকারি কলেজের শিক্ষার্থীরা জনসাধারণের মাঝে বিনামূল্যে মাস্ক বিতরণ করেন। কলেজের রোভার সদস্যরা বিভিন্ন ব্যানার-ফেস্টুনে জনসচেতনমূলক স্লোগান নিয়ে মাইকিং করে।
প্রচারণাকালে কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ আশরাফ হোসেন, সহকারী অধ্যাপক আনোয়ার হোসেন, সমাজকর্ম বিভাগের প্রভাষক আফসানুন নেছা, রোভার লিডার সজিব মিয়া প্রমুখ উপস্থিত ছিলেন।
