আজ- ২৯শে মার্চ, ২০২৪ খ্রিস্টাব্দ, ১৫ই চৈত্র, ১৪৩০ বঙ্গাব্দ শুক্রবার  সকাল ১১:৪১

এমপি ছোট মনিরের কোভিড শনাক্ত

 

দৃষ্টি নিউজ:

টাঙ্গাইল-২ (গোপালপুর-ভূঞাপুর) আসনের সংসদ সদস্য তানভীর হাসান ছোট মনির করোনা ভাইরাস শনাক্ত হয়েছে।

সোমবার(২১ সেপ্টেম্বর) জেলায় এমপি ছোট মনির সহ নতুন করে ১৭ জনের কোভিড-১৯ শনাক্ত হয়। এ নিয়ে জেলায় করোনা শনাক্তের সংখ্যা তিন হাজার ছাড়াল।

সংসদ সদস্য তানভীর হাসান ছোট মনির জানান, শরীরে জ্বর অনুভব করায় নমুনা পরীক্ষা করে তিনি কোভিডে শনাক্ত বলে জানতে পারেন।

সোমবার বিকালে তিনি ঢাকার উদ্দেশে রওনা হন। ঢাকায় হাসপাতালে ভর্তি হয়ে চিকিৎসা নেবেন বলেও জানান তিনি।

এরআগে টাঙ্গাইল-৮(সখীপুর-বাসাইল) আসনের সংসদ সদস্য ও জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক জোয়াহেরুল ইসলাম(ভিপি জোয়াহের), টাঙ্গাইল-৭ (মির্জাপুর) আসনের সংসদ সদস্য আলহাজ মো. একাব্বর হোসেন সপরিবারে করোনা ভাইরাসে আক্রান্ত হন। বর্তমানে তাঁরা সুস্থ।

টাঙ্গাইল সিভিল সার্জনের কার্যালয় সূত্রে জানা যায়, টাঙ্গাইলে ৮ এপ্রিল করোনায় আক্রান্ত প্রথম রোগী শনাক্ত হয়। পরে এপ্রিল মাসে রোগীর সংখ্যা বেড়ে দাঁড়ায় ২৪।

মে মাসে আক্রান্তের সংখ্যা হয় ১৬৫, জুনে ৬১২, জুলাইয়ে এক হাজার ৬৩৮ ও আগস্টে ২ হাজার ৫৯৪। সর্বশেষ ২১ সেপ্টেম্বর(সোমবার) পর্যন্ত রোগীর সংখ্যা দাঁড়াল ৩ হাজার ১৭জনে।

জেলায় মোট আক্রান্ত রোগীর মধ্যে ২ হাজার ৪১৪ জন সুস্থ হয়েছেন। মারা গেছেন ৫৬ জন। বর্তমানে চিকিৎসাধীন রয়েছেন ৫৪৭ জন।

টাঙ্গাইলের সিভিল সার্জন ও জেলা করোনা প্রতিরোধ কমিটির সদস্য সচিব মোহাম্মদ ওয়াহীদুজ্জামান জানান, জেলায় আক্রান্ত রোগীদের মধ্যে সুস্থতার হার সন্তোষজনক।

মন্তব্য করুন

মন্তব্য করেছে

 
 
 
 
 

ব্যবস্থাপনা পরিচালক : মু. জোবায়েদ মল্লিক বুলবুল
আশ্রম মার্কেট ২য় তলা, জেলা সদর রোড, বটতলা, টাঙ্গাইল-১৯০০।
ইমেইল: dristytv@gmail.com, info@dristy.tv, editor@dristy.tv
মোবাইল: +৮৮০১৭১৮-০৬৭২৬৩, +৮৮০১৬১০-৭৭৭০৫৩

shopno