আজ- ১৬ই এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ, ৩রা বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ মঙ্গলবার  বিকাল ৪:১৪

এমপি মমতা হেনা লাভলীর অক্সিজেন কনসেনট্রেটর মেশিন প্রদান

 

দৃষ্টি নিউজ:

জাতীয় সংসদের সংরক্ষিত আসনের সংসদ সদস্য খন্দকার মমতা হেনা লাভলী ব্যক্তিগত তহবিল থেকে উচ্চ ঝুঁঁকিতে থাকা করোনাভাইরাসে আক্রান্ত রোগীদের জন্য দুটি অক্সিজেন কনসেনট্রেটর মেশিন প্রদান করেছেন।

বৃহস্পতিবার (২২ জুলাই) সকালে টাঙ্গাইল জেনারেল হাসপাতালের তত্ত্ববধায়ক খন্দকার সাদিকুর রহমানের কাছে অক্সিজেন কনসেনট্রেটর মেশিন দুটি হস্তান্তর করেন।

এ সময় টাঙ্গাইল প্রেসক্লাবের সভাপতি জাফর আহমেদ, টাঙ্গাইল জেনারেল হাসপাতালের আরএমও শফিকুল ইসলাম সজিব প্রমুখ উপস্থিত ছিলেন।

এমপি খন্দকার মমতা হেনা লাভলী জানান, টাঙ্গাইলকে করোনার উচ্চ ঝুঁকিপূর্ণ জেলা হিসেবে ঘোষণা করা হয়েছে।

সে জন্য তিনি ব্যক্তিগত তহবিল থেকে করোনা আক্রান্ত রোগীদের চিকিৎসার জন্য দুটি অক্সিজেন কনসেনট্রেটর মেশিন প্রদান করলেন।

এ মেশিন বাতাস থেকে ২১ শতাংশ অক্সিজেন নিয়ে শতভাগ অক্সিজেন সরবরাহ করতে পারে।

এদিকে, জেলা স্বাস্থ্যবিভাগ সূত্র জানায়, বৃহস্পতিবার সকাল পর্যন্ত টাঙ্গাইলে ৩৪৩ জনের নমুনা পরীক্ষায় ১০৮ জনের শরীরে করোনাভাইরাস শনাক্ত হয়েছে। আক্রান্তের হার ৩১ দশমিক ৪৮ শতাংশ।

জেলায় মোট আক্রান্ত ১২ হাজার ৩৬৮ জন। এ পর্যন্ত জেলায় মোট ১৯৪ জন মৃত্যুবরণ করেছেন। জেলায় সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ছয় হাজার ৫১২ জন।

মন্তব্য করুন

মন্তব্য করেছে

 
 
 
 
 

ব্যবস্থাপনা পরিচালক : মু. জোবায়েদ মল্লিক বুলবুল
আশ্রম মার্কেট ২য় তলা, জেলা সদর রোড, বটতলা, টাঙ্গাইল-১৯০০।
ইমেইল: dristytv@gmail.com, info@dristy.tv, editor@dristy.tv
মোবাইল: +৮৮০১৭১৮-০৬৭২৬৩, +৮৮০১৬১০-৭৭৭০৫৩

shopno