আজ- ২০শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ, ৭ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ শনিবার  রাত ৮:৩১

এলেঙ্গায় আবাসিক হোটেলে দেহ ব্যবসা বন্ধের দাবিতে মানববন্ধন

 

দৃষ্টি নিউজ:

manobbondon1
টাঙ্গাইলের উপ-শহর এলেঙ্গায় আবাসিক হোটেলে দেহ ব্যবসা বন্ধের দাবিতে বঙ্গবন্ধুসেতু-ঢাকা মহাসড়কের এলেঙ্গা বাসস্ট্যান্ডে রোববার(১৮ সেপ্টেম্বর) সকালে মানববন্ধন কর্মসূচি পালন করা হয়েছে। স্থানীয় সুশীল সমাজ ও সর্বস্তরের জনসাধারণ ঘণ্টাব্যাপি ওই মানববন্ধন কর্মসূচি পালন করে।
মানববন্ধন চলাকালে বক্তব্য রাখেন, এলেঙ্গা বাসস্ট্যান্ড ব্যবসায়ী সমিতির সাধারণ সম্পাদক আব্দুল হালিম সরকার, এলেঙ্গা পৌরসভার প্যানেল মেয়র ও বিএনপি নেতা চান মাহমুদ সরকার, বঙ্গবন্ধু পেশাজীবী লীগ কেন্দ্রীয় কমিটির সভাপতি রায়হান কবির রানা, কালিহাতী উপজেলা বাকশিসের সাধারণ সম্পাদক বাবর আলী তালুকদার, এলেঙ্গা পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আনিছুর রহমান মোল্লা, কৃষক শ্রমিক জনতা লীগের এলেঙ্গা পৌর শাখার সভাপতি আব্দুল বাছেত তালুকদার, বাংড়া ইউনিয়ন যুবলীগের সভাপতি শাহ আলম মোল্লা, কালিহাতী উপজেলা ছাত্রদলের  আহ্বায়ক হাসমত আলী রেজা প্রমুখ।
এসময় এলেঙ্গা সাহিত্য সংসদের সাধারণ সম্পাদক তোফাজ্জল হোসেন, এলেঙ্গা ট্রাক শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক মতিয়ার রহমান মতি, এলেঙ্গা সিএনজি অটো টেম্পুর সভাপতি বাবুল সিদ্দিক, এলেঙ্গা হোটেল-রেস্টুরেন্ট শ্রমিক সমিতির সভাপতি সোলায়মান হোসেন, এলেঙ্গা পৌর ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক শরীফ মোল্লা, এলেঙ্গা মাইক্রোবাস সমিতির সাধারণ সম্পাদক শরীফুল ইসলাম মোল্লা, বিশিষ্ট ব্যবসায়ী শেখ ফরিদ রনি, রাজাবাড়ী অনার্স অ্যাসোসিয়েশনের সহ-সভাপতি রোকনুজ্জামান রোকন, এলেঙ্গা শামসুল হক কলেজ ছাত্রলীগ নেতা কাজল মিয়া, সাহেদ, সা’দত কলেজ শাখা ছাত্রলীগ নেতা বাসার তালুকদার, ছাত্রদল নেতা হিরু মোল্লা, উজ্জলসহ এলাকার বিভিন্ন শ্রেণিপেশার বিপুল সংখ্যক মানুষ উপস্থিত ছিলেন।
কালিহাতী থানার অফিসার ইনচার্জ ( ওসি) আখেরুজ্জামান মিয়া মানববন্ধনে একাত্নতা প্রকাশ করেন। আবাসিক হোটেলে দেহ ব্যবসা সহ  যে কোন ধরনের অসামাজিক কার্যকলাপ বন্ধের জন্য এলাকাবাসীর সহযোগিতা প্রত্যাশা করেন।

মন্তব্য করুন

মন্তব্য করেছে

 
 
 
 
 

ব্যবস্থাপনা পরিচালক : মু. জোবায়েদ মল্লিক বুলবুল
আশ্রম মার্কেট ২য় তলা, জেলা সদর রোড, বটতলা, টাঙ্গাইল-১৯০০।
ইমেইল: dristytv@gmail.com, info@dristy.tv, editor@dristy.tv
মোবাইল: +৮৮০১৭১৮-০৬৭২৬৩, +৮৮০১৬১০-৭৭৭০৫৩

shopno