আজ- ২৫শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ, ১২ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ বৃহস্পতিবার  ভোর ৫:২২

এলেঙ্গায় লাইনে ফাঁটলে দেড় ঘণ্টা বন্ধের পর রেল চলাচল শুরু

 

দৃষ্টি নিউজ:

টাঙ্গালের এলেঙ্গা পৌরসভার মসিন্দা এলাকায় রেল লাইনে ফাঁটল দেখা দেওয়ায় ঢাকার সাথে উত্তর-পশ্চিমাঞ্চলের ট্রেন চলাচল দেড় ঘণ্টা বন্ধ থাকার পর পুনরায় চালু করা হয়েছে।

রেল লাইনে ফাঁটলের কারণে রোববার (২৮ ফেব্রুয়ারি) সকাল ৭ থেকে সাড়ে ৮ টা পর্যন্ত দেড় ঘণ্টা ওই লাইনে ট্রেন চলাচল বন্ধ থাকে।

ক্ষতিগ্রস্ত রেললাইনে মেরামত কাজ চলমান থাকায় ওই স্থান দিয়ে ঘণ্টায় সর্বোচ্চ ১০ কিলোমিটার গতিতে ট্রেন চলাচলের নির্দেশ দিয়েছে কর্তৃপক্ষ।

মসিন্দা রেলক্রসিংয়ের গেটম্যান রুবেল রানা জানান, রোববার সকাল ৬ টায় ডিউটিতে আসার পর তিনি রেল লাইনে ফাঁটল দেখতে পেয়ে কর্তৃপক্ষকে অবগত করেন।

সত্যতা নিশ্চিত করে টাঙ্গাইলের সহকারী স্টেশন মাস্টার মো. শাহীন মিয়া জানান, টাঙ্গাইলের কালিহাতী উপজেলার এলেঙ্গা পৌরসভার মসিন্দা এলাকায় রেল লাইনে ৬ ইঞ্চি ফাঁটল দেখা দিয়েছে।

দুর্ঘটনা এড়াতে কর্তৃপক্ষ ওই স্থান দিয়ে ১০ কিলোমিটার গতিতে ট্রেন চলাচল করার নির্দেশ দিয়েছে। বর্তমানে ফাঁটল মেরামতের কাজ চলছে।

মন্তব্য করুন

মন্তব্য করেছে

 
 
 
 
 

ব্যবস্থাপনা পরিচালক : মু. জোবায়েদ মল্লিক বুলবুল
আশ্রম মার্কেট ২য় তলা, জেলা সদর রোড, বটতলা, টাঙ্গাইল-১৯০০।
ইমেইল: dristytv@gmail.com, info@dristy.tv, editor@dristy.tv
মোবাইল: +৮৮০১৭১৮-০৬৭২৬৩, +৮৮০১৬১০-৭৭৭০৫৩

shopno