আজ- ১৯শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ, ৬ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ শুক্রবার  রাত ৮:০১

‘এলেঙ্গা রিসোর্ট’ ভূমিতেই বিছানো সুন্দরের গালিচা

 

দৃষ্টি বিনোদন:

11
রাজধানী ঢাকা শহর থেকে ১১০কিলোমিটার দূরে বিশ্বের অন্যতম নদী যমুনা ও বঙ্গবন্ধুসেতু থেকে ১০কিলোমিটারের মধ্যে টাঙ্গাইলের উপ-শহর এলেঙ্গায় অবস্থিত এলেঙ্গা রিসোর্ট জেলার একটি অনন্য বিনোদন কেন্দ্র। ঢাকাস্থ শাহাজালাল আন্তর্জাতিক বিমান বন্দর থেকে বঙ্গবন্ধুসেতু-ঢাকা মহাসড়কের পাশে এর অবস্থান হওয়ায় আনন্দদায়ক যোগাযোগ ব্যবস্থার ফলে অতি সহজেই ভ্রমণ পিয়াসীদের মন কেড়েছে।
জানাগেছে, এলেঙ্গা রিসোর্টটি ৮.৫একর জমির উপর প্রতিষ্ঠিত। এটি প্রচুর সবুজ ঘাস, অগনিত গাছপালা, বিভিন্ন মৌসুমী ফলমূল, নানা রংয়ের বিশেষ ফুল এবং অন্যান্য উদ্ভিদ দিয়ে বেষ্ঠিত, আতœাকে দূষণমুক্ত বায়ু এবং নির্মল প্রকৃতি উপভোগ করার উত্তম বিনোদন কেন্দ্র এলেঙ্গা রিসোর্ট নিরাপদ এবং নির্ভরযোগ্য আবাসস্থলও বটে। 111এতে রয়েছে একটি সভাকক্ষ, কার্যনির্বাহীর বোর্ড কমিটি কক্ষ, সৌজন্যমূলক কথা বলার সহজলভ্য স্থান, সহজে প্রবেশাধিকার, জরুরি ভিত্তিতে সভা যা ঢাকার বাইরে সকল ধরনের আলোচনার জন্য সহজলভ্য স্থান। এখানে বাইরের গ্রাহক তথা ভ্রমণপিপাসুদের প্রয়োজনীয় দর্জি, পোষাক প্রদান, পরিবহন সুবিধা বিশেষতভাবে প্রদান করা হয়। এলেঙ্গা রিসোর্টে ৫টি বিলাসবহুল স্বাধীন শীতাতপ নিয়ন্ত্রিত বিভিন্ন ধরনের কুটির, ৩৫টি শীতাতপ নিয়ন্ত্রিত আকর্ষনীয় কক্ষ ও সুসজ্জিত মনোমুগ্ধকর কক্ষের ব্যবস্থা রয়েছে। এখানে আছে আরামের জন্য সর্বোচ্চ ব্যবস্থা। বড় এবং প্রশস্ত দেয়াল থেকে মেঝে অবধি আবৃত সুসজ্জিত কক্ষ শীতাতপ নিয়ন্ত্রিত, ভিতরে আদান-প্রদান, ছোট রেফ্রিজারেটর, স্যাটালাইট টেলিভিশন এবং ২৪ ঘন্টাই কক্ষে সেবাদানের তাৎক্ষনিক ব্যবস্থা। রাতের বিভিন্ন পৃথক অভিজ্ঞতায় ও সন্ধ্যায় নির্জনের জন্য দিনের ক্লান্তিকে ভুলিয়ে দেবে। রিসোর্টের বিরতি রেস্টুরেন্টে রয়েছে আন্তর্জাতিক মানের শীতাতপ নিয়ন্ত্রিত ব্যবস্থা। বাংলাদেশী ও আন্তর্জাতিক মানের খাবারের আদর্শ তালিকা-যা বন্ধুবান্ধব ও পরিবারের সদস্যদের মন কারবে, দম্পতি কিংবা যুগলদের জন্য সুন্দর নাস্তার তালিকা, সকালের চা, দুপুরের খাবার, সন্ধ্যার চা, রাতে এবং সদ্য তৈরি করা বিবি কিউ এবং সরাসরি গানের সু-ব্যবস্থা। এছাড়া বিভিন্ন ধরনের দেশী খাবারের পাশাপাশি রয়েছে চীনা, ভারতীয় ও কন্টিনেন্টাল খাবার। ভিতরে ও বাইরে পর্যাপ্ত খেলাধূলার ব্যবস্থা রয়েছে। যেমন ব্যাডমিন্টন, টেনিস, টেবিল টেনিস, ক্রিকেট, স্বাস্থ্য সমিতি, সাঁতার কাটার জন্য সুইমিংপুল এবং আরও অনেক কিছু- যা আনন্দের মাত্রাকে বাড়িয়ে তুলে। ২৪ঘন্টা সেবার সাথে পুর্বনির্ধারিত খাবার মেনু অনুযায়ী সরবরাহ এবং ইউরোপীয় খাবার। 21পোষাক ধোলাই সেবা, গাড়ি পার্কিং, কলে ডাক্তার, ব্যবসায়িক কেন্দ্র, ওয়াইফাই ও দ্রুত ব্যবহারকারী ইন্টারনেট সুবিধা, দৃশ্য দেখা, নদী ক্রসিং দৃশ্য, তাঁত শিল্পের বাজার, ব্যক্তিগত বনভোজন, তৈরিকারী প্রোগাম এবং অন্যান্য কেন্দ্রীয় ঘটনার অন্তর্ভূক্ত সংস্কৃতিমূলক অনুষ্ঠান। এলেঙ্গা রিসোর্টে অবস্থান সবার জন্য আনন্দদায়ক। এখানে সকলের জন্য যতœসহকারে সকল সুযোগ-সুবিধা প্রস্তুত থাকে। সর্বক্ষণ এলেঙ্গা রিসোর্টে সকলের প্রবেশাধিকার রয়েছে। পরিচ্ছন্ন ও আনন্দদায়ক রিসোর্টে ক’টা দিন কিভাবে কেটে যায় ভ্রমণ পিয়াসীরা টেরই পান না। স্বপ্ন নয়, অথচ স্বপ্নের মতো সুন্দর নিরিবিলি এক নয়নাভিরাম মোহন-মায়াবী ভূবন এলেঙ্গা রিসোর্ট । যা দর্শনার্থী, পর্যটক, নাট্যকার, চলচিত্রকারদের দৃষ্টি আকর্ষণ করতে সক্ষম হয়েছে। এলেঙ্গা রিসোর্ট যেন ভূমিতেই বিছানো হয়েছে সুন্দরের গালিচা। নির্ধারিত তালিকা অনুযায়ী রেসিডেন্সিয়াল, কনফারেন্স ও বনভোজন সুবিধা সমূহ তো রয়েছেই। ভ্রমণ পিপাসুরা একবার গেলেই বুঝতে পারবেন এলেঙ্গা রিসোর্টের আতিথেয়তা। এছাড়া রিসোর্টের নিজস্ব গাড়িতে বেড়ানো যায় করটিয়া জমিদারবাড়ি, মধুপুরের গড় আর ধনবাড়ীর জমিদারবাড়ি। সুতরাং আর দেরি কেন, এখনই চলে যান এলেঙ্গা রিসোর্টে-ভাল লাগবে। যোগাযোগ- Elenga, Kalihati
Tangail, Cell: +88 01713 381034, 01713 381026
Email: project@elengaresort.com, Web: www.elengaresort.com

মন্তব্য করুন

মন্তব্য করেছে

 
 
 
 
 

ব্যবস্থাপনা পরিচালক : মু. জোবায়েদ মল্লিক বুলবুল
আশ্রম মার্কেট ২য় তলা, জেলা সদর রোড, বটতলা, টাঙ্গাইল-১৯০০।
ইমেইল: dristytv@gmail.com, info@dristy.tv, editor@dristy.tv
মোবাইল: +৮৮০১৭১৮-০৬৭২৬৩, +৮৮০১৬১০-৭৭৭০৫৩

shopno