আজ- ২৫শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ, ১২ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ বৃহস্পতিবার  রাত ১:৫৫

কঠোর লকডাউনেও নাগরপুরের দুটি স্থানে মানুষের উপচেপড়া ভিড়

 

নাগরপুর প্রতিনিধি:

কঠোর লকডাউনেও টাঙ্গাইলের নাগরপুরের উপেন্দ্র সরোবর ও শেখ হাসিনা সেতু এলাকায় বিনোদন প্রেমীরা স্বাস্থ্যবিধি না মেনে ভিড় করছেন।

স্থানীয় প্রশাসনের তদারকি না থাকায় এ অবস্থার সৃষ্টি হয়েছে। ফলে নাগরপুরে করোনা সংক্রমণের আমঙ্কা করা হচ্ছে।

জানাগেছে, ঈদুল আযহার দিন থেকে শনিবার(২৪ জুলাই) সন্ধ্যা পর্যন্ত উপজেলা সদরের উপেন্দ্র সরোবর (দীঘি) ও কেদারপুরে ধলেশ্বরী নদীর উপর নির্মিত শেখ হাসিনা সেতুতে বিনোদনপ্রেমীদের উপচে পড়া ভিড়।

সামাজিক দূরত্বের তোয়াক্কা না করে মাস্ক না পড়ে ঈদ আনন্দে মেতে উঠেছে নানা বয়সের দর্শনার্থীরা।

প্রাকৃতিক সৌন্দর্য্য ও মনোমুগ্ধকর পরিবেশ থাকলেও মাস্ক বিহীন জনসমাগম স্বাস্থ্য ঝুঁকি বাড়াচ্ছে।

স্বাস্থ্যবিধি না মেনে এ দুটি স্থানে শ’ শ’ নারী-পুরুষ, শিশু, কিশোর-কিশোরী ভিড় করছে। কেউ নৌকা ভাড়া নিয়ে আবার কেউ তীরে দাঁড়িয়ে ধলেশ্বরী অবগাহন ও তার আগ্রাসী রূপ প্রত্যক্ষ করছে।

নৌকা ও মিনি ট্রাক নিয়ে উচ্চস্বরে গান ও মিউজিকের তালে তালে চলছে উত্তাল নৃত্য। সেতু নিচে দোকনীরা রীতিমত পসরা সাজিয়ে বসেছেন।

মন্তব্য করুন

মন্তব্য করেছে

 
 
 
 
 

ব্যবস্থাপনা পরিচালক : মু. জোবায়েদ মল্লিক বুলবুল
আশ্রম মার্কেট ২য় তলা, জেলা সদর রোড, বটতলা, টাঙ্গাইল-১৯০০।
ইমেইল: dristytv@gmail.com, info@dristy.tv, editor@dristy.tv
মোবাইল: +৮৮০১৭১৮-০৬৭২৬৩, +৮৮০১৬১০-৭৭৭০৫৩

shopno