আজ- ২৮শে মার্চ, ২০২৪ খ্রিস্টাব্দ, ১৪ই চৈত্র, ১৪৩০ বঙ্গাব্দ বৃহস্পতিবার  রাত ১০:৩৭

করটিয়ায় ওষুধের দোকানে ভ্রাম্যমান আদালতের অভিযান

 

দৃষ্টি নিউজ:


টাঙ্গাইলে সদর উপজেলায় করটিয়া বাজারে মঙ্গলবার(১৩ নভেম্বর) দুপুরে ওষুধের দোকানে ভ্রাম্যমান আদালত অভিযান পরিচালনা করেন। অভিযানে তিনটি ওষুধের দোকানকে ১৮ হাজার টাকা জরিমানা করা হয়।
নির্বাহী ম্যাজিস্ট্রেট নুজহাত তাসনিম আওন, মো. আব্দুল করিম, তারিন মসরুরের নেতৃত্বাধীন ভ্রাম্যমান আদালত অভিযান পরিচালনা করেন। অভিযানে হাজী ফার্মেসীকে পাঁচ হাজার টাকা, আদিবা ফার্মেসীকে ১০ হাজার ও প্রাচী মেডিকেল হলকে তিন হাজার টাকা জরিমানা করা হয়। এছাড়া মেয়াদোত্তীর্ণ বিপুল পরিমাণ ওষুধ জব্দ করে স্থানীয় শহীদ মিনার প্রাঙ্গনে জনসন্মুখে ধ্বংস করে ভ্রাম্যমান আদালত।
এ সময় করটিয়া ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান খালেকুজ্জামান চৌধুরী মজনু, করটিয়া সা’দত বাজার কল্যাণ ব্যবসায়ী সমিতির সাধারণ সম্পাদক আলহাজ সায়েম তালুকদার রাজীব প্রমুখ উপস্থিত ছিলেন।

মন্তব্য করুন

মন্তব্য করেছে

 
 
 
 
 

ব্যবস্থাপনা পরিচালক : মু. জোবায়েদ মল্লিক বুলবুল
আশ্রম মার্কেট ২য় তলা, জেলা সদর রোড, বটতলা, টাঙ্গাইল-১৯০০।
ইমেইল: dristytv@gmail.com, info@dristy.tv, editor@dristy.tv
মোবাইল: +৮৮০১৭১৮-০৬৭২৬৩, +৮৮০১৬১০-৭৭৭০৫৩

shopno