আজ- ২৯শে মার্চ, ২০২৪ খ্রিস্টাব্দ, ১৫ই চৈত্র, ১৪৩০ বঙ্গাব্দ শুক্রবার  বিকাল ৫:০৫

করটিয়ায় জাল টাকা ও সরঞ্জামসহ তিন জন গ্রেপ্তার

 

দৃষ্টি নিউজ:

টাঙ্গাইল সদর উপজেলার করটিয়া পূর্বপাড়ায় অভিযান চালিয়ে দুই লাখ ৭৭ হাজার ৫০০ টাকার জাল নোট এবং জাল টাকা তৈরির সরঞ্জামসহ তিনজনকে গ্রেপ্তার করেছে গোয়েন্দা পুলিশ(ডিবি)।

বৃহস্পতিবার(২৩ জুলাই) তাদের আদালতে হাজির করে জিজ্ঞাসাবাদের জন্য সাতদিনের রিমান্ড চেয়েছে পুলিশ।

গ্রেপ্তারকৃতরা হচ্ছেন, বাসাইল উপজেলার কাশিল বটতলা গ্রামের রবি মিয়ার ছেলে আকাশ মাহমুদ হারেজ(৩০), কাশিল পশ্চিমপাড়া গ্রামের মৃত আজমত খা’র ছেলে আয়নাল খান(৩৫) ও নাকাছিম গ্রামের বানিজ মিয়ার ছেলে রায়হান মিয়া(২০)।

টাঙ্গাইলের পুলিশ সুপার সঞ্জিত কুমার রায় বিপিএম বৃহস্পতিবার দুপুরে সংবাদ সম্মেলনে জানান, গোপন সূত্রে খবর পেয়ে জেলা গোয়েন্দা পুলিশের (উত্তর) অফিসার ইনচার্জ(ওসি) সাজ্জাদ হোসেনের নেতৃত্বে একটি দল মঙ্গলবার(২১ জুলাই) রাতে সদর উপজেলার করটিয়া পূর্বপাড়ায় অভিযান চালায়। সেখানে জনৈক সোনা মিয়ার বাসার দ্বিতীয় তলা ভাড়া নিয়ে গ্রেপ্তারকৃতরা জাল টাকা তৈরি করছিল।

অভিযানে গ্রেপ্তারকৃতদের হেফাজত থেকে দুই লাখ ৭৭ হাজার ৫০০ টাকা জাল টাকা (সবগুলোই পাঁচশ’ টাকার নোট), জাল টাকা তৈরির কাজে ব্যবহৃত একটি কম্পিউটার, প্রিণ্টার, ইস্ত্রি, পেপার কাটারসহ বিভিন্ন সরঞ্জাম উদ্ধার করে।

পুলিশ জানায়, জিজ্ঞাসাবাদে গ্রেপ্তারকৃতরা কোরবানীর পশুর হাটে চালানোর জন্য জাল টাকার নোট তৈরি করছিল বলে স্বীকার করে।

পরে বুধবার(২২ জুলাই) রাতে গোয়েন্দা পুলিশের উপ-পরিদশক মো. নুরুজ্জামান বাদি হয়ে টাঙ্গাইল সদর থানায় তাদের বিরুদ্ধে মামলা দায়ের করেছেন।

জেলা গোয়েন্দা পুলিশ(ডিবি) উত্তরের অফিসার ইনচার্জ(ওসি) সাজ্জাদ হোসেন জানান, গ্রেপ্তারকৃত তিনজনকে বৃহস্পতিবার টাঙ্গাইলের জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে হাজির করে সাত দিনের রিমান্ড চাওয়া হয়েছে।

মন্তব্য করুন

মন্তব্য করেছে

 
 
 
 
 

ব্যবস্থাপনা পরিচালক : মু. জোবায়েদ মল্লিক বুলবুল
আশ্রম মার্কেট ২য় তলা, জেলা সদর রোড, বটতলা, টাঙ্গাইল-১৯০০।
ইমেইল: dristytv@gmail.com, info@dristy.tv, editor@dristy.tv
মোবাইল: +৮৮০১৭১৮-০৬৭২৬৩, +৮৮০১৬১০-৭৭৭০৫৩

shopno