আজ- ২০শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ, ৭ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ শনিবার  রাত ১২:১১

করটিয়ায় মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ

 

দৃষ্টি নিউজ:

টাঙ্গাইল সদর উপজেলার করটিয়া ইউনিয়নের মাদারজানী এলাকায় বঙ্গবন্ধু সেতু-ঢাকা মহাসড়ক অবরোধ ও বিক্ষোভ করেছে স্থানীয়রা। বুধবার(১৫ সেপ্টেম্বর) দুপুরে মহাসড়কের মাদারজানীতে ইউটার্ণের দাবিতে ওই কর্মসূচি পালন করা হয়।

অবরোধ কর্মসূচি চলাকালে বক্তব্য রাখেন, করটিয়া ইউনিয়ন পরিষদের সদস্য মো. শফিকুল ইসলাম শফি, ইউনিয়ন আওয়ামী যুবলীগের সভাপতি এমদাদুল হক এনামুল, মাদারজানী জামে মসজিদ কমিটির সাধারণ সম্পাদক আব্দুল হামিদ, মোস্তফা মুরাদ, আব্দুল গনি, বাবুল প্রমুখ।

বক্তারা বলেন, ঐতিহ্যবাহী করটিয়া কাপড়ের হাটের পাশের এলাকা মাদারজানী। এখান দিয়ে শ’ শ’ ব্যবসায়ী কাপড়ের গাড়ি নিয়ে চলাচল করে থাকে।

বক্তারা আরও বলেন, মাদারজানী গ্রামের মাঝ দিয়ে মহাসড়ক যাওয়ায় গ্রামটি দুই ভাগে বিভক্ত হয়েছে। ইউটার্ণ থাকায় এলাকাবাসী সহ ব্যবসায়ীদের যাতায়াতে কোন সমস্যা হয়নি। সম্প্রতি ইউটার্ণটি বন্ধ করায় গ্রামের দুই অংশের মানুষই বিপাকে পড়েছে। অনতিবিলম্বে ইউটার্ণটি খুলে দেওয়ার দাবি জানান তারা।

খবর পেয়ে টাঙ্গাইল সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান শাহ্জাহান আনছারী ও করটিয়া ইউপি চেয়ারম্যান বীরমুক্তিযোদ্ধা খালেকুজ্জামান চৌধুরী মজনু ইউটার্ণ খুলে দেওয়ার আশ্বাস দিলে এলাকাবাসী কর্মসূচি প্রত্যাহার করে নেয়।

মন্তব্য করুন

মন্তব্য করেছে

 
 
 
 
 

ব্যবস্থাপনা পরিচালক : মু. জোবায়েদ মল্লিক বুলবুল
আশ্রম মার্কেট ২য় তলা, জেলা সদর রোড, বটতলা, টাঙ্গাইল-১৯০০।
ইমেইল: dristytv@gmail.com, info@dristy.tv, editor@dristy.tv
মোবাইল: +৮৮০১৭১৮-০৬৭২৬৩, +৮৮০১৬১০-৭৭৭০৫৩

shopno