আজ- ২০শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ, ৭ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ শনিবার  দুপুর ১:২৮

করোনায় নিউইয়র্কে টাঙ্গাইলের শ্বশুর ও পুত্রবধূর মৃত্যু

 

দৃষ্টি নিউজ:

করোনায় আক্রান্ত হয়ে যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে বসবাসকারী টাঙ্গাইলের শ্বশুর-পুত্রবধূর মর্মান্তিক মৃত্যু হয়েছে। পুত্রবধূ বনিতা তাজিন(৩২) রোববার(১১ এপ্রিল) রাতে মৃত্যবরণ করেন।

তিনি টাঙ্গাইল শহরের কলেজ পাড়ার মরহুম জহিরুল ইসলাম খান মজনুর মেজ কন্যা এবং জেলা আওয়ামী লীগের সাবেক উপদেষ্টা মরহুম অ্যাডভোকেট সেতাব আলী খানের নাতনি। এছাড়া তিনি টাঙ্গাইল জেলা সোসাইটি ইউএসএ’র সাবেক আহ্বায়ক মোহাম্মদ শামসুজ্জামান খানের ভাতিজি।

এদিকে, বনিতা তাজিনের শ্বশুর টাঙ্গাইলের বিশিষ্ট আইনজীবী মোহাম্মদ হায়াত আলী আকন্দ(৮২) গত ৩ এপ্রিল লং আইল্যান্ড জুইস (এলআইজি) হাসপাতালে ইন্তেকাল করেন। তিনিও করোনায় আক্রান্ত ছিলেন।

জানাগেছে, কুইন্সের জ্যামাইকার ব্রয়ারউড এলাকায় বসবাসকারী বনিতা তাজিন সম্প্রতি করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হন। তাজিনের স্বামী তারিক রাশেদ করোনায় আক্রান্ত হয়ে হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন। তিনি সুস্থ্য হয়ে কয়েকদিন আগে হাসপাতাল থেকে বাসায় ফিরলেও তাজিন মারা যান।

বনিতা তাজিন প্রায় ৫ বছর আগে যুক্তরাষ্ট্রের অভিবাসী হয়ে নিউইয়র্কে বসবাস করছিলেন। তাদের মৃত্যুতে প্রবাসী টাঙ্গাইলবাসীদের মাঝে শোকের ছায়া নেমে আসে। তাজিন মৃত্যকালে স্বামী, এক ছেলে (৮), এক মেয়েসহ মা, দু’বোন, চাচা-চাচি সহ অসংখ্য আত্মীয় স্বজন ও গুণগ্রাহী রেখে গেছেন।

টাঙ্গাইল পৌরসভার মেয়র ও জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক জামিলুর রহমান মিরন তার মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।

মন্তব্য করুন

মন্তব্য করেছে

 
 
 
 
 

ব্যবস্থাপনা পরিচালক : মু. জোবায়েদ মল্লিক বুলবুল
আশ্রম মার্কেট ২য় তলা, জেলা সদর রোড, বটতলা, টাঙ্গাইল-১৯০০।
ইমেইল: dristytv@gmail.com, info@dristy.tv, editor@dristy.tv
মোবাইল: +৮৮০১৭১৮-০৬৭২৬৩, +৮৮০১৬১০-৭৭৭০৫৩

shopno