আজ- ২৯শে মার্চ, ২০২৪ খ্রিস্টাব্দ, ১৫ই চৈত্র, ১৪৩০ বঙ্গাব্দ শুক্রবার  দুপুর ২:৩৪

কলাপাতায় মধ্যাহ্নভোজ করলেন ভারতের হাইকমিশনার

 

দৃষ্টি নিউজ:

dristy-1
টাঙ্গাইলের মির্জাপুরে দানবীর রণদা প্রসাদ সাহা পূজামন্ডপ পরিদর্শনে এসে কলাপাতায় মধ্যাহ্নভোজ সারলেন ভারতের হাইকমিশনার শ্রী হর্ষ বর্ধন শ্রিংলা। মঙ্গলবার(১১ অক্টোবর) তিনি মির্জাপুরে আসেন।
ভারতের হাইকমিশনার দুপুর আড়াইটার দিকে কুমুদিনী চত্বরে পৌঁছান। এরপর ভারতেশ্বরী হোমস, কুমুদিনী লাইব্রেরি ঘুরে দেখেন। পরে বজরা নৌকায় (ডিঙি) নদী পার হয়ে রণদা সাহার বাড়িতে যান। সেখানে পূজামন্ডপে প্রতিমাকে প্রণাম করে পুরোহিতের আশীর্বাদ নেন। পরে রণদা সাহার ঘরে পুরনো ঐতিহ্য কলাপাতায় মধাহ্নভোজ সারেন। তার সঙ্গে আসা অতিথিরাও কলাপাতায় আহার করেন।
এ ব্যাপারে কুমুদিনী কল্যাণ সংস্থার ব্যবস্থাপনা পরিচালক রাজীব প্রসাদ সাহা বলেন, কলাপাতায় আহার গ্রহণ পুরনো ঐতিহ্য। তা মেনেই ভারতের হাইকমিশনার কলাপাতায় মধ্যাহ্নভোজ করেন। আমরা এ দেশের সংস্কৃতি ধরে রাখতে চাই।

মন্তব্য করুন

মন্তব্য করেছে

 
 
 
 
 

ব্যবস্থাপনা পরিচালক : মু. জোবায়েদ মল্লিক বুলবুল
আশ্রম মার্কেট ২য় তলা, জেলা সদর রোড, বটতলা, টাঙ্গাইল-১৯০০।
ইমেইল: dristytv@gmail.com, info@dristy.tv, editor@dristy.tv
মোবাইল: +৮৮০১৭১৮-০৬৭২৬৩, +৮৮০১৬১০-৭৭৭০৫৩

shopno