আজ- ১৯শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ, ৬ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ শুক্রবার  সন্ধ্যা ৭:৫২

কালিহাতীতে আ’লীগের মনোনয়ন পেতে মেয়র প্রার্থীর গণমিছিল

 

দৃষ্টি নিউজ:

টাঙ্গাইলের কালিহাতী পৌরসভা নির্বাচনে আওয়ামীলীগের মনোনয়ন পেতে মেয়র প্রার্থী মানিক দেবনাথের গণমিছিল অনুষ্ঠিত হয়েছে।

সোমবার(১৬ নভেম্বর) দুপুরে কালিহাতী পৌরসভার কুষ্টিয়া গ্রাম থেকে মিছিলটি শুরু হয়ে পৌরসভার বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে পুনরায় কুষ্টিয়া বয়লার মিল মাঠে গিয়ে শেষ হয়।

মিছিলে পুরুষের চেয়ে নারীদের অংশগ্রহন ছিল বেশি। স্থানীয় হিন্দু-মুসলিম গৃহবধূরা শিশু কোলে নিয়ে মিছিলে অংশ গ্রহন করে।

এরআগে কুষ্টিয়া বয়লার মিল মাঠে আওয়ামীলীগের মনোনয়ন প্রত্যাশি মানিক দেবনাথের বাবা জাতীয় চার নেতার সঙ্গে হাজতবাসকারী স্বর্গীয় ক্ষিতিশ চন্দ্র দেবনাথের ৩২তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে স্মরণ সভা অনুষ্ঠিত হয়।

স্থানীয় মাতব্বর মো. বাহাজ উদিনের সভাপতিত্বে স্মরণ সভায় বক্তব্য রাখেন, বীর মুক্তিযোদ্ধা আবুল কাশেম লাল মিয়া, নরেন্দ্র চন্দ্র পন্ডিত, আনন্দ দেবনাথ প্রমুখ।

বক্তারা বলেন, ব্যবসায়ী-রাজনীতিক মানিক দেবনাথের বাবা ক্ষিতিশ চন্দ্র দেবনাথ ১৯৬৮ সালে জাতীয় চার নেতা সৈয়দ নজরুল ইসলাম, তাজ উদ্দীন আহমদ, মোহাম্মদ মনসুর ও ডা. কামারুজ্জামানের সঙ্গে ময়মনসিংহ কারাগারে ১৮ মাস হাজতবাস করেন। মানিক দেবনাথ আওয়ামী পরিবারের পরীক্ষিত সৈনিক।

বক্তারা আরও বলেন, কালিহাতী পৌরসভার ২৮ হাজার ভোটারের মধ্যে সাড়ে ৮ হাজার সংখ্যালঘু। সংখ্যালঘুরা একতাবদ্ধ হয়ে মানিক দেবনাথকে মেয়র প্রার্থী করেছে।

আওয়ামীলীগ মানিক দেবনাথকে মনোনয়ন দিলে অনায়াসে মেয়র নির্বাচিত হবেন। তাই তারা আওয়ামীলীগের কাছে মানিক দেবনাথকে দলীয় মনোনয়ন দেওয়ার দাবি জানান।

মন্তব্য করুন

মন্তব্য করেছে

 
 
 
 
 

ব্যবস্থাপনা পরিচালক : মু. জোবায়েদ মল্লিক বুলবুল
আশ্রম মার্কেট ২য় তলা, জেলা সদর রোড, বটতলা, টাঙ্গাইল-১৯০০।
ইমেইল: dristytv@gmail.com, info@dristy.tv, editor@dristy.tv
মোবাইল: +৮৮০১৭১৮-০৬৭২৬৩, +৮৮০১৬১০-৭৭৭০৫৩

shopno