আজ- ১৯শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ, ৬ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ শুক্রবার  সকাল ১০:৫৩

কালিহাতীতে ইউএনও’র হস্তক্ষেপে বাল্য বিয়ে বন্ধ

 

দৃষ্টি নিউজ:


টাঙ্গাইলের কালিহাতী উপজেলা নির্বাহী অফিসার শাহীনা আক্তার বৃহস্পতিবার(২৩ নভেম্বর) বিকালে শীলা হওলাদার নামে নবম শ্রেণির এক ছাত্রীর বাল্য বিয়ে বন্ধ করেছেন।
জানাগেছে, কালিহাতী উপজেলার ভাবলা উত্তরপাড়া গ্রামের সুশীল হাওলাদার তার মেয়ে শীলা হাওলাদারকে(১৬) জামালপুর জেলার সরিষাবাড়ী উপজেলার মাইজবাড়ী শিমলাপাড়া এলাকার সুশীল চন্দ্র দাসের দ্বাদশ শ্রেণিতে পড়–য়া ছেলে বিপ্লব চন্দ্র দাসের(১৮) সাথে বিয়ের আয়োজন করেন। শীলা হাওলাদার ঘড়িয়া উচ্চ বিদ্যালয়ের নবম শ্রেণির ছাত্রী। বৃহস্পতিবার রাতে ওই বাল্য বিয়ে হওয়ার কথা ছিল। খাওয়া-দাওয়ার আয়োজনও করা হয়েছিল। খবর পেয়ে উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট শাহীনা আক্তারের নেতৃত্বাধীন ভ্রাম্যমান আদালত বৃহস্পতিবার বিকালে কনের বাবা সুশীল চন্দ্র হওলাদারের বাড়িতে গিয়ে ওই বাল্য বিয়ে বন্ধ করে দেন।

মন্তব্য করুন

মন্তব্য করেছে

 
 
 
 
 

ব্যবস্থাপনা পরিচালক : মু. জোবায়েদ মল্লিক বুলবুল
আশ্রম মার্কেট ২য় তলা, জেলা সদর রোড, বটতলা, টাঙ্গাইল-১৯০০।
ইমেইল: dristytv@gmail.com, info@dristy.tv, editor@dristy.tv
মোবাইল: +৮৮০১৭১৮-০৬৭২৬৩, +৮৮০১৬১০-৭৭৭০৫৩

shopno