আজ- ২৮শে মার্চ, ২০২৪ খ্রিস্টাব্দ, ১৪ই চৈত্র, ১৪৩০ বঙ্গাব্দ বৃহস্পতিবার  বিকাল ৪:১৫

কালিহাতীতে এমপি-আওয়ামী লীগের পাল্টাপাল্টি কর্মসূচিতে উত্তেজনা

 

দৃষ্টি নিউজ:


টাঙ্গাইলের কালিহাতীতে সরকার দলীয় স্থানীয় সাংসদ হাছান ইমাম খান সোহেল হাজারি ও পৌর আওয়ামী লীগের পাল্টাপাল্টি কর্মসূচিতে উপজেলা সদরে উত্তেজনা বিরাজ করছে। রোববার(২৩ সেপ্টেম্বর) বিকালে কালিহাতী বাসস্ট্যান্ডের শহীদ শফি সিদ্দিকী চত্বরে পৌর আওয়ামী লীগের কর্মী সভার আয়োজন করা হয়। ওইদিন একই সময় এমপি হাছান ইমাম খান সোহেল হাজারি তাঁর সমর্থকদের নিয়ে মোটরসাইকেল শো-ডাউন করেন। আ’লীগের দুই গ্রুপের পাল্টাপাল্টি কর্মসূচিতে কালিহাতী উপজেলা সদরে ব্যাপক উত্তেজনা ও সাধারণ মানুষের মধ্যে আতঙ্ক বিরাজ করে।
কালিহাতী পৌর আওয়ামী লীগের নেতৃবৃন্দ জানান, রোববার তাদের কর্মী সভাটি ছিল পূর্ব নির্ধারিত। এমপি’র মোটরসাইকেল শো-ডাউনের বিষয়টি তারা জানতেন না। কালিহাতী পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আলমগীর হোসেন বলেন, আমাদের কর্মী সভায় অতিথি হিসেবে বক্তব্য রাখেন, কালিহাতী উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও উপজেলা পরিষদের চেয়ারম্যান মোজহারুল ইসলাম তালুকদার, জেলা পরিষদের সদস্য ও উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি ইঞ্জিনিয়ার মো. লিয়াকত আলী, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আনছার আলী বিকম, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি আব্দুল মজিদ তোতা, উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান মনোয়ারা বেগম, উপজেলা ছাত্রলীগের আহ্বায়ক মনিরুজ্জামান মনির প্রমুখ। কর্মীসভায় সহ¯্রাধিক নেতাকর্মী অংশগ্রহণ করেন। তিনি আরো বলেন, আমাদের নির্ধারিত কর্মসূচির বাইরে এমপি’র শো-ডাউন সম্পর্কে আমরা অবগত ছিলাম না এবং শো-ডাউনের সাথে আমাদের কোন সম্পর্ক নেই।
অপরদিকে, এলেঙ্গা হাই স্কুল মাঠে রোববার দুপুর থেকে ঘাটাইল, বাসাইল, সখীপুর, ভূঞাপুর, টাঙ্গাইল সদর ও কালিহাতী উপজেলা থেকে এমপি’র সমর্থনে মোটরসাইকেল নিয়ে কর্মরা সমবেত হতে থাকে। পরে বিকাল ৪টায় এমপি হাছান ইমাম খান সোহেল হাজারি স্কুল মাঠে উপস্থিত হয়ে সমর্থকদের উদ্দেশে বক্তব্য রাখেন। তিনি বলেন, পবিত্র হজ্ব ও সংসদ অধিবেশন শেষে কালিহাতীতে আমার আগমন উপলক্ষে আপনাদের উপস্থিতি আমাকে মুগ্ধ করেছে। আমি আপনাদের সাথে নিয়ে কালিহাতীর উন্নয়ন করতে চাই। বক্তব্য শেষে এমপি’র নেতৃত্বে পাঁচশতাধিক মোটরসাইকেলের বহর নিয়ে কালিহাতী উপজেলা সদরে যান। মোটরসাইকেল শো-ডাউনে অংশগ্রহণ করেন, আওয়ামী লীগ নেতা রিয়াজ উদ্দিন আহমেদ, আব্দুল জলিল, আক্তারুজ্জামান, উপজেলা যুবলীগের সভাপতি নূরুন্নবী সরকার, সাধারণ সম্পাদক শাহ আলম মোল্লা প্রমুখ।
কালিহাতী উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও পৌরসভার সাবেক মেয়র আনছার আলী বিকম বলেন, গত ১১ সেপ্টেম্বর কালিহাতী উপজেলা আওয়ামী লীগের শ্রম বিষয়ক সম্পাদক আমিনুল ইসলাম আমিন সহ শ্রমিক লীগের চার নেতাকে কুপিয়ে আহত করার প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়। সভায় এমপি হাছান ইমাম খান সোহেল হাজারির বিরুদ্ধে সন্ত্রাসীদের মদদ দেয়ার অভিযোগ এনে বক্তারা বক্তব্য রাখেন। ওই প্রতিবাদ সভা থেকে এমপি সোহেল হাজারিকে বাদ দিয়ে টাঙ্গাইল-৪(কালিহাতী) আসনে অন্য যেকোন প্রার্থীকে দলীয় মনোনয়ন দেয়ার জন্য আওয়ামী লীগ সভাপতি ও মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার কাছে দাবি জানানো হয়। ওই প্রতিবাদ সভার বিরুদ্ধে নিজের অবস্থান প্রমাণ করা জন্য মোটরসাইকেল শো-ডাউন করেছেন বলেও তিনি মন্তব্য করেন।

মন্তব্য করুন

মন্তব্য করেছে

 
 
 
 
 

ব্যবস্থাপনা পরিচালক : মু. জোবায়েদ মল্লিক বুলবুল
আশ্রম মার্কেট ২য় তলা, জেলা সদর রোড, বটতলা, টাঙ্গাইল-১৯০০।
ইমেইল: dristytv@gmail.com, info@dristy.tv, editor@dristy.tv
মোবাইল: +৮৮০১৭১৮-০৬৭২৬৩, +৮৮০১৬১০-৭৭৭০৫৩

shopno