আজ- ২৩শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ, ১০ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ মঙ্গলবার  রাত ৮:১৯

কালিহাতীতে কলেজ ছাত্র হত্যার বিচার দাবিতে বিক্ষোভ ॥ দাফন সম্পন্ন

 

দৃষ্টি নিউজ:

নিহত অালআমিন(ফাইল ফটো)

নিহত অালআমিন(ফাইল ফটো)

টাঙ্গাইলের কালিহাতী উপজেলার আউলিয়াবাদ ডিগ্রি কলেজের দ্বিতীয় বর্ষের ব্যবসা বাণিজ্য বিভাগের ছাত্র আল আমিন হত্যার বিচার দাবিতে সোমবার(২৪ অক্টোবর) বিকালে বিক্ষোভ করেছে এলাকাবাসী।
জানাগেছে, সোমবার বিকাল ৪ টার দিকে আলাউদ্দিন সিদ্দিকী ডিগ্রি কলেজ মাঠে জানাযা নামাজের জন্য আনার সংবাদে এলঅকায় শোকের ছায়া নেমে আসে। মুহুর্তে আশপাশের ৪-৫ গ্রামের মানুষ তাকে এক নজর দেখঅর জন্য ছুটে আসে। এক পর্যায়ে ছুটে আসা মানুষ বিক্ষুব্ধ হয়ে ওঠে। তারা হত্যাকারীদের ফাঁসির দাবিতে কলেজ ক্যাম্পাস ও আউলিয়াবাদ বাজারে বিক্ষোভে ফেটে পড়ে। বিক্ষোভ মিছিলে ছাত্র, শিক্ষক, অভিভাবকরা অংশ নেয়। পরে উপজেলা চেয়ারম্যান মোজহারুল ইসলাম তালুকদার ঘটনাস্থলে উপস্থিত হয়ে হত্যাকারীদের দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা করার আশ্বাস দিলে পরিস্থিতি স্বাভাবিক হয়। পরে বাদ আসর আলাউদ্দিন সিদ্দিকী ডিগ্রি কলেজ মাঠে নিহত আলআমিনের জানাযা নামাজ অনুষ্ঠিত হয়।

অভিযুক্ত চান মাহমুদ(সংগৃহীত ছবি)

অভিযুক্ত চান মাহমুদ(সংগৃহীত ছবি)

জানাযা নামাজে কালিহাতী উপজেলা চেয়ারম্যান ও উপজেলা আওয়ামীলীগের সভাপতি মোজহারুল ইসলাম তালুকদার, উপজেলা নির্বাহী অফিসার আবু নাসার উদ্দিন, উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক আনছার আলী বিকম, কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ আবুল কাশেম সহ শিক্ষক, শিক্ষার্থী ও অভিভাবকসহ কয়েক হাজার বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশ নেয়।
জানাযা শেষে খালুয়াবাড়ী সামাজিক গোরস্থানে তাকে দাফন করা হয়।

মন্তব্য করুন

মন্তব্য করেছে

 
 
 
 
 

ব্যবস্থাপনা পরিচালক : মু. জোবায়েদ মল্লিক বুলবুল
আশ্রম মার্কেট ২য় তলা, জেলা সদর রোড, বটতলা, টাঙ্গাইল-১৯০০।
ইমেইল: dristytv@gmail.com, info@dristy.tv, editor@dristy.tv
মোবাইল: +৮৮০১৭১৮-০৬৭২৬৩, +৮৮০১৬১০-৭৭৭০৫৩

shopno