দৃষ্টি নিউজ:

টাঙ্গাইলের কালিহাতীতে গোসল করতে গিয়ে পানিতে ডুবে সাজিদ(১৩) নামে এক প্রতিবন্ধীর মৃত্যু হয়েছে। শুক্রবার(৬ সেপ্টেম্বর) দুপুরে উপজেলার ছাতিহাটি গ্রামে এ ঘটনা ঘটে। নিহত সাজিদ একই গ্রামের শামিম মিয়ার ছেলে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের সদস্যরা তার মৃতদেহ উদ্ধার করে।
টাঙ্গাইল ফায়ার সার্ভিস স্টেশনের উপ-পরিচালক আব্দুর রাজ্জাক বলেন, ছাতিহাটি ভাঙা ব্রিজের কাছে পুকুরে সাজিদ গোসল করতে যায়। পরে আর তাকে আর খুঁজে পাওয়া যায়নি। খবর পেয়ে ফায়ার সার্ভিসের সদস্যরা অভিযান চালিয়ে সাজিদের লাশ উদ্ধার করে।
কালিহাতীর পাইকড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।