আজ- ২০শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ, ৭ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ শনিবার  রাত ৩:৫৫

কালিহাতীতে জন্মাষ্টমীর বর্ণাঢ্য শোভাযাত্রা

 

দৃষ্টি নিউজ:


সনাতন সম্প্রদায়ের অন্যতম ধর্মীয় উৎসব শ্রীকৃষ্ণ’র জন্মাষ্টমী উপলক্ষে অসাম্প্রদায়িক বাংলাদেশ গড়ার প্রত্যয়ে কালিহাতীতে বৃহত্তর এলেঙ্গা পৌর সনাতন ধর্মাবলম্বীদের আয়োজনে বর্ণাঢ্য শোভাযাত্রা ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
জন্মাষ্টমী উপলক্ষে ধর্মীয় কর্মসূচি সোমবার (১৪ আগস্ট) সকাল ৯টায় উপ-শহর এলেঙ্গার শ্রী শ্রী রাধাগোবিন্দ মন্দির প্রাঙ্গণ থেকে শোভাযাত্রা শুরু হয়। কালিহাতী উপজেলা পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের চেয়ারম্যান মোজহারুল ইসলাম তালুকদার’র শোভাযাত্রার শুভ উদ্বোধন করেন। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বিশিষ্ট অর্থনীতিবিদ ড. দেবপ্রিয় ভট্টাচার্য।
জন্মাষ্টমী উদযাপন পরিষদের সভাপতি প্রদীপ কমল ভট্টাচার্য’র সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, কালিহাতী উপজেলার নির্বাহী অফিসার আবু নাসার উদ্দিন, এলেঙ্গা পৌরসভার সদর ওয়ার্ড কাউন্সিলর আব্দুল আজিজ, সংরক্ষিত মহিলা আসনের কাউন্সিল শিখা রাণী, এলেঙ্গা বাজার বণিক সমিতির সাধারণ সম্পাদক দুলাল হোসেন প্রমুখ।
অপরদিকে, কালিহাতী উপজেলা সদরে কেন্দ্রীয় জয়কালী মন্দিরের সাধারণ সম্পাদক গোবিন্দ সাহার সভাপতিত্বে একটি বিশাল শোভাযাত্রা বের হয়ে বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে।
এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, টাঙ্গাইল-৪ (কালিহাতী) আসনের সাংসদ হাছান ইমাম খান সোহেল হাজারি। শোভাযাত্রার উদ্বোধন করেন, কালিহাতী উপজেলা পরিষদের চেয়ারম্যান মোজহারুল ইসলাম তালুকদার। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা নির্বাহী অফিসার আবু নাসার উদ্দিন, এফবিসিসিআই’র পরিচালক আবু নাসের, কালিহাতী উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আনছার আলী বিকম।
এছাড়াও জেলার মধুপুর, ধনবাড়ী, ঘাটাইল ও সদর এলাকায় শ্রীকৃষ্ণের জন্মষ্টমী বিভিন্ন কর্মসূচির মধ্য দিয়ে উদযাপন করা হয়।

মন্তব্য করুন

মন্তব্য করেছে

 
 
 
 
 

ব্যবস্থাপনা পরিচালক : মু. জোবায়েদ মল্লিক বুলবুল
আশ্রম মার্কেট ২য় তলা, জেলা সদর রোড, বটতলা, টাঙ্গাইল-১৯০০।
ইমেইল: dristytv@gmail.com, info@dristy.tv, editor@dristy.tv
মোবাইল: +৮৮০১৭১৮-০৬৭২৬৩, +৮৮০১৬১০-৭৭৭০৫৩

shopno