আজ- ২৪শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ, ১১ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ বুধবার  সকাল ৬:০০

কালিহাতীতে জাতীয় শোক দিবস পালিত

 

দৃষ্টি নিউজ:

টাঙ্গাইলের কালিহাতীতে যথাযোগ্য মর্যাদায় নানা কর্মসূচির মধ্য দিয়ে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৭তম শাহাদৎ বার্ষিকী ও জাতীয় শোক দিবস পালন করা হয়েছে।


সোমবার (১৫ আগস্ট) দিনব্যাপী কর্মসূচির মধ্যে ছিল সূর্যোদয়ের সাথে সাথে উপজেলার সকল সরকারি, আধা-সরকারি, স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠান ও শিক্ষা প্রতিষ্ঠানে জাতীয় পতাকা অর্ধনমিত ও কালো পতাকা উত্তোলন ইত্যাদি।


সোমবার সকালে কালিহাতী উপজেলা পরিষদ চত্বরে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে প্রথমে স্থানীয় সংসদ সদস্য মোহাম্মদ হাছান ইমাম খান সোহেল হাজারি পুষ্পস্তবক অর্পনের মাধ্যমে শ্রদ্ধা নিবেদন করেন।

পরে উপজেলা প্রশাসন, উপজেলা পরিষদ, উপজেলা মুক্তিযোদ্ধা সংসদ, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স, কালিহাতী থানা, বঙ্গবন্ধু সেতু পূর্ব থানা, কালিহাতী প্রেসক্লাব, কালিহাতী পৌরসভা, উপজেলা আওয়ামীলীগ, উপজেলা যুবলীগ, উপজেলা ছাত্রলীগ, কালিহাতী সাধারণ পাঠাগার, উপজেলা পূজা উদযাপন পরিষদ, সরকারি শামসুল হক কলেজ, কালিহাতী শাহজাহান সিরাজ কলেজ, অফিসার্স ক্লাব, শেখ রাসেল শিশু-কিশোর পরিষদ, কালিহাতী উপজেলা মুক্তিযোদ্ধা সন্তান সংসদ, কালিহাতী নার্সিং ইনস্টিটিউট ও বিভিন্ন সরকারি-বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানসহ বিভিন্ন সামাজিক ও সাংস্কৃতিক সংগঠন শ্রদ্ধা নিবেদন করে।


উপজেলা পরিষদ হল রুমে আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন, স্থানীয় সংসদ সদস্য মোহাম্মদ হাছান ইমাম খান সোহেল হাজারি।


উপজেলা নির্বাহী অফিসার নাজমুল হুসেইনের সভাপতিত্বে আলোচনা সভায় বিশেষ অতিথি ছিলেন, উপজেলা পরিষদের চেয়ারম্যান আনছার আলী বিকম।

অন্যান্যের মধ্যে উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান আখতারুজ্জামান, মহিলা ভাইস চেয়ারম্যান রিনা পারভীন, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) নাহিদ হোসেন, উপজেলা আওয়ামীলীগের সভাপতি মোজহারুল ইসলাম তালুকদার, সাধারণ সম্পাদক আনোয়ার হোসেন মোল্লা, বীর মুক্তিযোদ্ধা কাজী আশরাফ হুমায়ুন বাঙাল, মিজানুর রহমান মজনু, সহকারী পুলিশ সুপার (কালিহাতী সার্কেল) শরিফুল ইসলাম, কালিহাতী থানার ওসি মোল্লা আজিজুর রহমান, কালিহাতী পৌরসভার মেয়র মোহাম্মদ নুরুন্নবী সরকার, বঙ্গবন্ধু সেতু পূর্ব থানার ওসি সফিকুল ইসলাম প্রমুখ।


পরে ২টি যুব সংঠনের মাঝে নিবন্ধন সনদ ও ১৪ জন বেকার যুবক ও যুব মহিলাদের মাঝে ৬ লাখ ৮০ হাজার টাকা যুব ঋণ প্রদান, সাংস্কৃতিক প্রতিযোগিতায় বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।

মন্তব্য করুন

মন্তব্য করেছে

 
 
 
 
 

ব্যবস্থাপনা পরিচালক : মু. জোবায়েদ মল্লিক বুলবুল
আশ্রম মার্কেট ২য় তলা, জেলা সদর রোড, বটতলা, টাঙ্গাইল-১৯০০।
ইমেইল: dristytv@gmail.com, info@dristy.tv, editor@dristy.tv
মোবাইল: +৮৮০১৭১৮-০৬৭২৬৩, +৮৮০১৬১০-৭৭৭০৫৩

shopno