আজ- ১৮ই এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ, ৫ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ বৃহস্পতিবার  দুপুর ২:১৭

কালিহাতীতে তৃতীয় লিঙ্গের লোকদের মাঝে দ্রব্যাদি বিতরণ

 

দৃষ্টি নিউজ:

করোনা ভাইরাসের সংক্রমণ প্রতিরোধে সরকারি সিদ্ধান্ত পালনকারী কর্মহীন তৃতীয় লিঙ্গের(হিজড়া) মানুষের মাঝে বিনামূল্যে নিত্য প্রয়োজনীয় দ্রব্যাদি বিতরণ করা হয়েছে।

সোমবার(৩০ মার্চ) কালিহাতী থানার অফিসার ইনচার্জ(ওসি) হাসান আল মামুন ব্যক্তিগত উদ্যোগে অর্ধশতাধিক তৃতীয় লিঙ্গের লোকদের মাঝে ওই পণ্য সামগ্রী বিতরণ করেন।

পণ্য সামগ্রীর মধ্যে ছিল, পাঁচ কেজি চাল, দুই কেজি আটা, এক কেজি ডাল, দুই কেজি আলু, এক কেজি লবন, এক কেজি পেঁয়াজ, একটি মাস্ক, দুইটি সাবান ইত্যাদি।

কালিহাতী সার্কেলের সহকারী পুলিশ সুপার(এএসপি) রাসেল মনির ও কালিহাতী থানার ওসি তদন্ত মো. নজরুল ইসলাম এ সময় উপস্থিত ছিলেন।

কালিহাতী থানার অফিসার ইনচার্জ(ওসি) হাসান আল মামুন বলেন, করোনা ভাইরাসের কারণে সরকারের সিদ্ধান্ত অনুযায়ী সামাজিক দূরত্ব বজায় রাখার জন্য লকডাউন চলছে। এই সময় সবচেয়ে অসহায় হয়ে পড়েছেন তৃতীয় লিঙ্গের মানুষগুলো। ক্ষুদ্র পরিসরে হলেও তাদের পাশে দাড়াতে চেষ্টা করেছি।

মন্তব্য করুন

মন্তব্য করেছে

 
 
 
 
 

ব্যবস্থাপনা পরিচালক : মু. জোবায়েদ মল্লিক বুলবুল
আশ্রম মার্কেট ২য় তলা, জেলা সদর রোড, বটতলা, টাঙ্গাইল-১৯০০।
ইমেইল: dristytv@gmail.com, info@dristy.tv, editor@dristy.tv
মোবাইল: +৮৮০১৭১৮-০৬৭২৬৩, +৮৮০১৬১০-৭৭৭০৫৩

shopno