আজ- ১৬ই এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ, ৩রা বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ মঙ্গলবার  রাত ১১:৪৭

কালিহাতীতে দুই গ্রুপের পৃথক কর্মসূচিতে ছাত্রলীগের প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন

 

দৃষ্টি নিউজ:

টাঙ্গাইলের কালিহাতীতে দুই গ্রুপে বিভক্ত হয়ে পৃথকভাবে ছাত্রলীগের ৭৩তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন করা হয়েছে।

সোমবার(৪ জানুয়ারি) বিকালে স্থানীয় শহীদ শফি সিদ্দিকী চত্তরে প্রতিষ্ঠাবার্ষিকীর অনুষ্ঠানে নেতৃত্ব দেন, উপজেলা ছাত্রলীগের যুগ্ম-আহ্বায়ক(১) মেহেদী হাসান তুহীন।

অপরদিকে, উপজেলা মুক্তিযোদ্ধা সংসদ ভবনের সামনে আয়োজিত প্রতিষ্ঠাবার্ষিকীর অনুষ্ঠানে নেতৃত্ব দেন, উপজেলা ছাত্রলীগের আহ্বায়ক মনিরুজ্জামান মনির।

কালিহাতীস্থ শহীদ শফি সিদ্দিকী চত্তরে আয়োজিত ছাত্রলীগের প্রতিষ্ঠা বার্ষিকীর অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন, স্থানীয় সংসদ সদস্য হাছান ইমাম খান সোহেল হাজারি।

বিশেষ অতিথি ছিলেন, উপজেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ আনছার আলী বিকম, উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি(১) রিয়াজ উদ্দিন আহমেদ, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান ও উপজেলা আ’লীগের সহ-সভাপতি আখতারুজ্জামান, আব্দুল মজিদ

তোতা, ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক আব্দুল মালেক ভূঁইয়া, যুগ্ম-সাধারণ সম্পাদক এবিএম নুরুল আলম খসরু, সাংগঠনিক সম্পাদক আব্দুস সালাম, শ্রম বিষয়ক সম্পাদক আমিনুল ইসলাম আমিন, কালিহাতী পৌর আওয়ামীলীগের সভাপতি আব্দুল মালেক তালুকদার,

উপজেলা যুবলীগের সভাপতি নুরুন্নবী সরকার, উপজেলা সৈনিক লীগের আহ্বায়ক মিন্টু সরকার, উপজেলা ছাত্রলীগের যুগ্ম-আহ্বায়ক চাঁন মিয়া।

পরে প্রতিষ্ঠাবার্ষিকীর কেক কাটা হয়। উপজেলা ছাত্রলীগের যুগ্ম-আহ্বায়ক মেহেদী হাসান তুহীনের সভাপতিত্বে আলোচনা সভা পরিচালনা করেন, উপজেলা ছাত্রলীগ নেতা সাহেদ।

অপরদিকে, উপজেলা মুক্তিযোদ্ধা সংসদ ভবনের সামনে আয়োজিত ছাত্রলীগের ৭৩তম প্রতিষ্ঠাবার্ষিকীর আলোচনা সভায় উপজেলা ছাত্রলীগের আহ্বায়ক মনিরুজ্জামান মনিরের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন, উপজেলা আওয়ামীলীগের সভাপতি মোজহারুল ইসলাম তালুকদার।

বিশেষ অতিথি ছিলেন, উপজেলা আওয়াামীলীগের সহ-সভাপতি আজিজুর রহমান তোতা, কেন্দ্রীয় আওয়ামী যুব লীগের সদস্য জাকির হোসেন, উপজেলা ছাত্রলীগের যুগ্ম-আহ্বায়ক নাহিদুল ইসলাম সিদ্দিকী পলাশ। পরে কেক কেটে ছাত্রলীগের প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন করা হয়।

মন্তব্য করুন

মন্তব্য করেছে

 
 
 
 
 

ব্যবস্থাপনা পরিচালক : মু. জোবায়েদ মল্লিক বুলবুল
আশ্রম মার্কেট ২য় তলা, জেলা সদর রোড, বটতলা, টাঙ্গাইল-১৯০০।
ইমেইল: dristytv@gmail.com, info@dristy.tv, editor@dristy.tv
মোবাইল: +৮৮০১৭১৮-০৬৭২৬৩, +৮৮০১৬১০-৭৭৭০৫৩

shopno