আজ- ২০শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ, ৭ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ শনিবার  সন্ধ্যা ৬:০৭

কালিহাতীতে পাট চাষীদের দিনব্যাপী প্রশিক্ষণ

 

দৃষ্টি নিউজ:

‘পাট শিল্পের অবদান, স্মার্ট বাংলাদেশ বিনির্মাণ’ স্লোগানে টাঙ্গাইলের কালিহাতীতে উন্নত প্রযুক্তি নির্ভর পাট ও পাটবীজ উৎপাদন এবং সম্প্রসারণ প্রকল্পের আওতায় নাবী পাট বীজ উৎপাদনকারী ও পাট উৎপাদনকারী চাষীদের দিনব্যাপী প্রশিক্ষণ ও তালিকাভুক্ত পাট চাষীদের মাঝে বিনামূল্যে প্রত্যায়িত পাটবীজ বিতরণ করা হয়েছে।


ওই প্রশিক্ষণে কালিহাতী উপজেলা নির্বাহী অফিসার নাজমুল হুসেইনের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন, উপজেলা পরিষদের চেয়ারম্যান আনছার আলী বিকম। বিশেষ অতিথি ছিলেন, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মো. আখতারুজ্জামান।


এসময় জেলা পাট উন্নয়ন কর্মকর্তা ওয়াহিদুজ্জামান খান, পাট পরিদর্শক রমেশ সূত্রধর, জহির রায়হান ও উপ-সহকারী পাট উন্নয়ন কর্মকর্তা ফারুক হোসেন প্রমুখ উপস্থিত ছিলেন।


কালিহাতী উপজেলা পরিষদ হল রুমে উপজেলা পাট অধিদপ্তরের আয়োজিত ওই প্রশিক্ষণে ১০০ জন পাট চাষী অংশ নেন এবং তাদের মাঝে বীজ বিতরণ করা হয়।

মন্তব্য করুন

মন্তব্য করেছে

 
 
 
 
 

ব্যবস্থাপনা পরিচালক : মু. জোবায়েদ মল্লিক বুলবুল
আশ্রম মার্কেট ২য় তলা, জেলা সদর রোড, বটতলা, টাঙ্গাইল-১৯০০।
ইমেইল: dristytv@gmail.com, info@dristy.tv, editor@dristy.tv
মোবাইল: +৮৮০১৭১৮-০৬৭২৬৩, +৮৮০১৬১০-৭৭৭০৫৩

shopno