আজ- ২৯শে মার্চ, ২০২৪ খ্রিস্টাব্দ, ১৫ই চৈত্র, ১৪৩০ বঙ্গাব্দ শুক্রবার  সকাল ৭:৫৫

কালিহাতীতে পা দিয়ে লিখে পরীক্ষা দিচ্ছে আসিফ

 

দৃষ্টি নিউজ:

টাঙ্গাইলের কালিহাতী উপজেলার নাগবাড়ী হাছিনা চৌধুরী উচ্চ বিদ্যালয় কেন্দ্রে পা দিয়ে লিখে প্রাথমিক শিক্ষা সমাপনী পরীক্ষা দিচ্ছে অদম্য মেধাবী প্রতিবন্ধী আসিফ। শারীরিক প্রতিবন্ধকতাও দমিয়ে রাখতে পারেনি আসিফকে। আসিফ বীরপাকুটিয়া সরকারি প্রথমিক বিদ্যালয় থেকে এবারের প্রাথমিক শিক্ষা সমাপনী পরীক্ষায় অংশগ্রহণ করছে। সে বীরপাকুটিয়া গ্রামের আরজু মিয়া ও আসিয়া দম্পতির বড় সন্তান। আসিফ বড় হয়ে একজন প্রতিষ্ঠিত মানুষ হয়ে সমাজে উদাহারণ তৈরি করতে চায়।
আসিফের শিক্ষক বীরপাকুটিয়া উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক নুরুল হক মিয়া বলেন, পা দিয়ে লিখেও আসিফ নিয়মিত ভাল রেজাল্ট করে আসছে। একজন প্রতিবন্ধী হয়েও আসিফের যে দৃঢ় মনোবল তা সত্যি অবাক করার মত।
রোববার (১৯ নভেম্বর) হাছিনা চৌধুরি উচ্চ বিদ্যালয় কেন্দ্র পরিদর্শন করে উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান আব্দুল মজিদ তোতা ও নাগবাড়ী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মিল্টন সিদ্দিকী জানান, পা দিয়ে লিখে পরীক্ষা দিলেও অনেকের চেয়ে আসিফের লেখা অনেক ভাল। যতœ নিতে পারলে আসিফ ভাল কিছু করতে পারবে।
আসিফের মা আসিয়া খাতুন জানান, শৈশব থেকেই আসিফের দুটি হাত বিকলাঙ্গ। অনেক কষ্টে আসিফকে এ পর্যন্ত নিয়ে এসেছে। ওর পড়াশোনার প্রতি অনেক আগ্রহ। সহযোগিতা পেলে আসিফ অনেক বড় হতে পারবে বলে তার বিশ্বাস।
পা দিয়ে লিখে পরীক্ষা দেওয়ার বিষয়টি অন্য স্কুলের শিক্ষক-শিক্ষার্থীদের মাঝে কৌতুহলের সৃষ্টি করেছে।

 

মন্তব্য করুন

মন্তব্য করেছে

 
 
 
 
 

ব্যবস্থাপনা পরিচালক : মু. জোবায়েদ মল্লিক বুলবুল
আশ্রম মার্কেট ২য় তলা, জেলা সদর রোড, বটতলা, টাঙ্গাইল-১৯০০।
ইমেইল: dristytv@gmail.com, info@dristy.tv, editor@dristy.tv
মোবাইল: +৮৮০১৭১৮-০৬৭২৬৩, +৮৮০১৬১০-৭৭৭০৫৩

shopno