আজ- ২৪শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ, ১১ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ বুধবার  রাত ১:০৫

কালিহাতীতে বঙ্গবন্ধু গোল্ডকাপ ফুটবল টুর্নামেণ্ট শুরু

 

দৃষ্টি নিউজ:

dristy.tv-70
টাঙ্গাইলের কালিহাতী উপজেলার শিল্পাঞ্চল বল্লা হাই স্কুল অ্যান্ড কলেজ মাঠে বঙ্গবন্ধু ফুটবল টুর্নামেণ্ট শুরু হয়েছে। শুক্রবার(২১ জুলাই) বিকালে টাঙ্গাইল-৪(কালিহাতী) আসনের সংসদ সদস্য আলহাজ হাছান ইমাম খান সোহেল হাজারি প্রধান অতিথি হিসেবে নক আউট পদ্ধতির ওই টুর্নামেণ্ট উদ্বোধন করেন।
উদ্বোধনী খেলায় টাঙ্গাইল সদর উপজেলার পিচুরিয়া ফুটবল একাদশ ও কালিহাতী উপজেলার ভুক্তা ফুটবল একাদশ প্রতিদ্বন্দ্বিতা করে। ভুক্তা ফুটবল একাদশ ৩-১ গোলে পিচুরিয়া ফুটবল একাদশকে পরাজিত করে বিজয়ী হয়ে দ্বিতীয় রাউন্ডে ওঠে।
বল্লা ইউনিয়নবাসীর পক্ষ থেকে আয়োজিত এ টুর্নামেণ্টে সিরাজগঞ্জ ফুটবল একাদশ সহ টাঙ্গাইল জেলার ১৬ ফুটবল দল অংশ গ্রহন করছে। দলগুলো হচ্ছে, টাঙ্গাইল সদর উপজেলার পিচুরিয়া ফুটবল একাদশ, সুরুজ ফুটবল একাদশ, গালা ফুটবল একাদশ, টাঙ্গাইল ফুটবল একাদশ, কালিহাতী উপজেলার ভুক্তা ফুটবল একাদশ, আউলিয়াবাদ ফুটবল একাদশ, এলেঙ্গা শামসুল হক কলেজ ফুটবল একাদশ, কালিহাতী ফুটবল একাদশ, বেরীপটল ফুটবল একাদশ, যমুনাসেতু ফুটবল একাদশ, ধুলটিয়া ফুটবল একাদশ, বাসী ফুটবল একাদশ, ভূঞাপুর উপজেলার ভূঞাপুর ফুটবল একাদশ, সখীপুর উপজেলার দাড়িয়াপুর ফুটবল একাদশ, সখীপুর ফুটবল একাদশ ও সিরাজগঞ্জ ফুটবল একাদশ। dristy.tv-69
বল্লা ইউপি চেয়ারম্যান ও টুর্নামেণ্টের আহ্বায়ক চান মাহমুদ পাকিরের সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন, কালিহাতী উপজেলা পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আ’লীগের সভাপতি মোজহারুল ইসলাম তালুকদার, উপজেলা নির্বাহী অফিসার আবু নাসার উদ্দিন, উপজেলা আ’লীগের সাধারণ সম্পাদক আনছার আলী বিকম, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান আব্দুল মজিদ তোতা, উপজেলা আ’লীগের যুগ্ম-সম্পাদক ও উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান আলহাজ মো. আনোয়ার হোসেন মোল্লা, উপজেলা আওয়ামী যুবলীগের সভাপতি নুরুন্নবী সরকার, বল্লা ইউনিয়ন আ’লীগের সভাপতি মোফাখখারুল ইসলাম, সাধারণ সম্পাদক রাশিদুল হাসান লাভলু, বল্লা ইউনিয়ন বিএনপির সভাপতি আবু তালহাদ, আ’লীগ নেতা আলহাজ জোনায়েদ হোসেন প্রমুখ। উদ্বোধনী অনুষ্ঠান পরিচালনা করেন, প্রজন্ম নাইট স্কুলের পরিচালক আলী আকবর আশা।

মন্তব্য করুন

মন্তব্য করেছে

 
 
 
 
 

ব্যবস্থাপনা পরিচালক : মু. জোবায়েদ মল্লিক বুলবুল
আশ্রম মার্কেট ২য় তলা, জেলা সদর রোড, বটতলা, টাঙ্গাইল-১৯০০।
ইমেইল: dristytv@gmail.com, info@dristy.tv, editor@dristy.tv
মোবাইল: +৮৮০১৭১৮-০৬৭২৬৩, +৮৮০১৬১০-৭৭৭০৫৩

shopno