আজ- ২৮শে মার্চ, ২০২৪ খ্রিস্টাব্দ, ১৪ই চৈত্র, ১৪৩০ বঙ্গাব্দ বৃহস্পতিবার  সন্ধ্যা ৭:৫৭

কালিহাতীতে মহান বিজয় দিবস উদযাপিত

 

দৃষ্টি নিউজ:


টাঙ্গাইলের কালিহাতীতে মিছিল, শহীদ বেদীতে পুস্পস্তবক অর্পণ সহ নানা কর্মসূচির মধ্য দিয়ে বিজয়ের ৪৭তম দিবস উদযাপন করা হয়েছে।
শনিবার(১৬ ডিসেম্বর) ভোর ৬টা ৩১ মিনিটে কালিহাতী আরএস পাইলট মডেল পাইলট উচ্চ বিদ্যালয় মাঠে উপজেলা প্রশাসনের আয়োজনে ও উপজেলা পরিষদের সহযোগীতায় তোপধ্বনীর মধ্য দিয়ে সরকারি-বেসরকারি প্রতিষ্ঠান, মুক্তিযোদ্ধা সংসদসহ বিভিন্ন সামাজিক-সাংস্কৃতিক ও রাজনৈতিক সংগঠনগুলো এক এক করে ফুল দিয়ে শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করে। সকাল সাড়ে আটটায় বিভিন্ন স্কুল-কলেজের ছাত্র-ছাত্রীরা কুচকাওয়াজে অংশ নেয়।
এ সময় উপস্থিত ছিলেন, টাঙ্গাইল-৪(কালিহাতী) আসনের সংসদ সদস্য আলহাজ্ব হাছান ইমাম খান সোহেল হাজারি, সংরক্ষিত মহিলা আসনের সংসদ সদস্য হাজেরা সুলতানা, কালিহাতী উপজেলা পরিষদের চেয়ারম্যান মোজহারুল ইসলাম তালুকদার, উপজেলা নির্বাহী অফিসার মুছাম্মৎ শাহীনা আক্তার, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান আব্দুল মজিদ তোতা, মহিলা ভাইস চেয়ারম্যান মনোয়ারা বেগম, সহকারী কমিশনার (ভূমি) নাফিজা আক্তার, উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক আনছার আলী বি.কম, কালিহাতী পৌর মেয়র আলী আকবর জব্বার, কালিহাতী কলেজের অধ্যক্ষ আ. রহিম, কালিহাতী থানার অফিসার ইনচার্জ মীর মোশারফ হোসেন, বাংলাদেশ মানবাধিকার কমিশনের টাঙ্গাইল অঞ্চলের সমন্বয়ক আলহাজ্ব কৃষিবিদ মীর মিজানুর রহমান, কালিহাতী আরএস পাইলট মডেল পাইলট উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মিজানুর রহমান তালুকদার, উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান আনোয়ার মোল্লা প্রমুখ। শেষে আলোচনা সভা, মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান ও ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়।

মন্তব্য করুন

মন্তব্য করেছে

 
 
 
 
 

ব্যবস্থাপনা পরিচালক : মু. জোবায়েদ মল্লিক বুলবুল
আশ্রম মার্কেট ২য় তলা, জেলা সদর রোড, বটতলা, টাঙ্গাইল-১৯০০।
ইমেইল: dristytv@gmail.com, info@dristy.tv, editor@dristy.tv
মোবাইল: +৮৮০১৭১৮-০৬৭২৬৩, +৮৮০১৬১০-৭৭৭০৫৩

shopno