আজ- ২৯শে মার্চ, ২০২৪ খ্রিস্টাব্দ, ১৫ই চৈত্র, ১৪৩০ বঙ্গাব্দ শুক্রবার  রাত ৩:২৪

কালিহাতীতে শিক্ষাপ্রতিষ্ঠান খোলা রাখায় জরিমানা

 

দৃষ্টি নিউজ:

টাঙ্গাইলের কালিহাতী উপজেলা সদরের চিল্ড্রেনস্ টিচিং হোমের পাঠদানকারী শিক্ষককে পাঁচ হাজার ও চারজন অভিভাবককে চার হাজার টাকা জরিমানা করেছেন উপজেলা নির্বাহী অফিসার রুমানা তানজিন অন্তরা।

করোনা মহামারিকালে সরকারি নির্দেশনা অমান্য করে শিক্ষাপ্রতিষ্ঠান খোলা রেখে পাঠদান চালু রাখার অপরাধে মঙ্গলবার (১৫ জুন) বিকালে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে তাদেরকে ওই জরিমানা করা হয়।

এসময় উপস্থিত ছিলেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. উম্মে রুমান সিদ্দিকী ও উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা আব্দুল ছালেক প্রমুখ।

উপজেলা নির্বাহী অফিসার রুমানা তানজিন অন্তরা জানান, সারা দেশে করোনা ভাইরাস সংক্রমণ রোধে শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ রাখার সরকারি নির্দেশনাকে অমান্য করে চিল্ড্রেনস্ টিচিং হোম নামে একটি কিন্ডারগার্টেন স্কুল খোলা রেখে পাঠদান চালিয়ে যাচ্ছিল।

এ অপরাধে পাঠদানকারী শিক্ষককে পাঁচ হাজার টাকা ও চারজন অভিভাবককে চার হাজার টাকা মোট নয় হাজার টাকা জরিমানা করা হয়।

পরে তাৎক্ষণিক জরিমানার টাকা পরিশোধ করে সরকারি নির্দেশনা অমান্য করে প্রতিষ্ঠান খোলা রেখে পাঠদান করা থেকে বিরত থাকবেন মর্মে অঙ্গীকার নামা নেওয়া হয়েছে।

তিনি আরও বলেন, করোনা মহামারিকালে সরকারি নির্দেশনা অমান্য করে চালু রাখা শিক্ষা প্রতিষ্ঠান ও কোচিং সেন্টারগুলোর বিরুদ্ধে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

অপরদিকে, উপজেলার এলেঙ্গা ও বাগুটিয়ায় ভ্রাম্যমাণ আদালতের অভিযান চালিয়ে মাস্ক ছাড়া বাইরে বের হওয়া এবং মাস্ক ব্যবহার না করার দায়ে ১১ জনকে ৭ হাজার ৭০০ টাকা

জরিমানা করেছেন কালিহাতী উপজেলা সহকারী কমিশনার (ভূমি) কামরুল হাসানের নেতৃত্বাধীন ভ্রাম্যমান আদালত।

মন্তব্য করুন

মন্তব্য করেছে

 
 
 
 
 

ব্যবস্থাপনা পরিচালক : মু. জোবায়েদ মল্লিক বুলবুল
আশ্রম মার্কেট ২য় তলা, জেলা সদর রোড, বটতলা, টাঙ্গাইল-১৯০০।
ইমেইল: dristytv@gmail.com, info@dristy.tv, editor@dristy.tv
মোবাইল: +৮৮০১৭১৮-০৬৭২৬৩, +৮৮০১৬১০-৭৭৭০৫৩

shopno