দৃষ্টি নিউজ:
‘আমার বিদ্যালয় আমার অহংকার, পরিষ্কার পরিচ্ছন্নতা আমার অঙ্গীকার’ স্লোগানে টাঙ্গাইলের কালিহাতী উপজেলার সকল শিক্ষা-প্রতিষ্ঠানে সোমবার(৫ ডিসেম্বর) একযোগে পরিস্কার পরিচ্ছন্নতা কর্মসূচি পালিত হয়েছে।
কালিহাতী আরএস পাইলট উচ্চ বিদ্যালয়ে উপজেলা নির্বাহী অফিসার আবু নাসার উদ্দিনের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে কর্মসূচির উদ্বোধন করেন, উপজেলা পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সভাপতি মোজহারুল ইসলাম তালুকদার।
প্রধান অতিথি বলেন, পরিষ্কার পরিচ্ছন্নতা ঈমানের অঙ্গ, প্রত্যেক শিক্ষা প্রতিষ্ঠানই পবিত্র ভূমি। তাই শিক্ষা প্রতিষ্ঠানের পাশাপাশি নিজেকে পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে হবে। আমাদের এই অভিযান চলমান থাকবে।
এসময় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন, উপজেলা মৎস্য অফিসার আ. কদ্দুছ, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা কণিকা মল্লিক, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার হারুন অর রশিদ, কালিহাতী পৌরসভার ভারপ্রাপ্ত মেয়র সিদ্দিক হোসেন, কালিহাতী আরএস পাইলট উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মিজানুর রহমান তালুকদার, কালিহাতী কলেজের অধ্যক্ষ আব্দুর রহিম প্রমুখ।
উল্লেখ্য, কালিহাতী উপজেলার ৭টি কলেজ, ২টি স্কুল অ্যান্ড কলেজ, ৫১টি মাধ্যমিক বিদ্যালয়, ৩টি নিম্ন মাধ্যমিক বিদ্যালয়, ১৭২ টি সরকারি প্রাথমিক বিদ্যালয়সহ মোট ৪০৩ টি শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষিকা ও ছাত্রছাত্রীরা আন্তরিকতার সাথে কর্মসূচিতে অংশগ্রহণ করেন।