আজ- ২৯শে মার্চ, ২০২৪ খ্রিস্টাব্দ, ১৫ই চৈত্র, ১৪৩০ বঙ্গাব্দ শুক্রবার  সকাল ১০:৩৭

কালিহাতীর দুই ইটভাটায় ভ্রাম্যমান আদালতের জরিমানা

 

দৃষ্টি নিউজ:


টাঙ্গাইল জেলা পরিবেশ অধিদপ্তরের উদ্যোগে পরিচালিত ভ্রাম্যমান আদালত জ্বালানী কাঠ পোড়ানো, ইট পোড়ানো লাইসেন্স ও পরিবেশগত ছাড়পত্র গ্রহণ ব্যতিরেকে ইটভাটা পরিচালনার দায়ে কালিহাতী উপজেলার দুইটি ইটভাটাকে দুই লাখ টাকা জারিমানা করেছে। মঙ্গলবার(২৯ জানুয়ারি) ইট প্রস্তুত ও ভাটা স্থাপন (নিয়ন্ত্রণ) আইন-২০১৩ অনুযায়ী ভ্রাম্যমান আদালত ওই জরিমানা ধার্য করেন।
টাঙ্গাইল পরিবেশ অধিদপ্তরের উপ-পরিচালক মুহাম্মদ মুজাহিদুল ইসলাম জানান, জেলা পরিবেশ অধিপ্তরের উদ্যোগে কালিহাতী উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট অমিত দেবনাথের নেতৃত্বে থানা পুলিশের সহায়তায় পরিচালিত ভ্রাম্যমান আদালত কালিহাতী উপজেলার কাচিনাস্থ মেসার্স স্বর্ণা ব্রিকসকে এক লাখ ও সিংগুরিয়ার তালতলায় অবস্থিত মেসার্স একুশে ব্রিকসকে এক লাখ টাকা মোট দুই লাখ টাকা জরিমানা করেন। জ্বালানী কাঠ পোড়ানো, ইট পোড়ানো লাইসেন্স ও পরিবেশগত ছাড়পত্র গ্রহণ ছাড়াই ইটভাটা পরিচালনার দায়ে ইট প্রস্তুত ও ভাটা স্থাপন (নিয়ন্ত্রণ) আইন-২০১৩ অনুযায়ী এ সাজা দেয়া হয়। টাঙ্গাইল জেলার পরিবেশ সুরক্ষায় এ ধরনের মোবাইল কোর্ট কার্যক্রম অব্যাহত থাকবে বলেও জানান উপ-পরিচালক।

মন্তব্য করুন

মন্তব্য করেছে

 
 
 
 
 

ব্যবস্থাপনা পরিচালক : মু. জোবায়েদ মল্লিক বুলবুল
আশ্রম মার্কেট ২য় তলা, জেলা সদর রোড, বটতলা, টাঙ্গাইল-১৯০০।
ইমেইল: dristytv@gmail.com, info@dristy.tv, editor@dristy.tv
মোবাইল: +৮৮০১৭১৮-০৬৭২৬৩, +৮৮০১৬১০-৭৭৭০৫৩

shopno