আজ- ২৫শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ, ১২ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ বৃহস্পতিবার  সকাল ১১:২৮

কালিহাতীর ১৬টি শিক্ষা প্রতিষ্ঠান এমপিভুক্ত

 

দৃষ্টি নিউজ:

টাঙ্গাইলের কালিহাতী উপজেলায় চলতি বছর ১৬টি শিক্ষা প্রতিষ্ঠান এমপিভুক্ত হয়েছে। এর মধ্যে পাঁচটি কলেজ, চারটি মাধ্যমিক স্কুল, দুইটি নিম্ন মাধ্যমিক স্কুল, চারটি ভোকেশনাল স্কুল ও একটি মাদ্রাসা রয়েছে।

এমপিওভুক্ত শিক্ষা প্রতিষ্ঠানগুলো হচ্ছে- শহীদ শাহেদ হাজারী কলেজ, লায়ন ফেরদৌস আলম ফিরোজ কলেজ, এলেঙ্গা বিএম কলেজ, হাজী শমসের আলী কারিগরি স্কুল ও বিএম কলেজ, প্রিন্সিপাল জাহাঙ্গীর আলম বিএম কলেজ, শহীদ আবুল কালাম উচ্চ বিদ্যালয়, আনোয়ারা হাশেম মেমোরিয়াল উচ্চ বিদ্যালয়, লায়ন ফেরদৌস আলম ফিরোজ উচ্চ বিদ্যালয়, হাজী নওয়াব আলী উচ্চ বিদ্যালয়, কস্তুরী পাড়া বালিকা নিম্ন মাধ্যমিক বিদ্যালয়, মরিয়ম স্মৃতি নিম্ন মাধ্যমিক বিদ্যালয়।

এছাড়া ভোকেশনাল স্কুল ক্যাটাগরীতে গোপালদীঘি কেপি ইউনিয়ন উচ্চ বিদ্যালয়, হাজী শমসের আলী কারিগরি বিদ্যালয়, তোফাজ্জল হোসেন তুহিন কারিগরি বিদ্যালয় ও এলেঙ্গা উচ্চ বিদ্যালয় এমপিওভুক্ত হয়েছে। মাদ্রাসা ক্যাটাগরীতে একমাত্র বিয়ারা মারুয়া দাখিল মাদ্রাসা এমপিওভুক্ত হয়েছে।

মন্তব্য করুন

মন্তব্য করেছে

 
 
 
 
 

ব্যবস্থাপনা পরিচালক : মু. জোবায়েদ মল্লিক বুলবুল
আশ্রম মার্কেট ২য় তলা, জেলা সদর রোড, বটতলা, টাঙ্গাইল-১৯০০।
ইমেইল: dristytv@gmail.com, info@dristy.tv, editor@dristy.tv
মোবাইল: +৮৮০১৭১৮-০৬৭২৬৩, +৮৮০১৬১০-৭৭৭০৫৩

shopno