আজ- ২৯শে মার্চ, ২০২৪ খ্রিস্টাব্দ, ১৫ই চৈত্র, ১৪৩০ বঙ্গাব্দ শুক্রবার  রাত ৯:১৮

কৃষকরা জাতির সূর্য সন্তান :: কৃষকলীগ

 

দৃষ্টি নিউজ:

টাঙ্গাইলের ঘাটাইলে কেন্দ্রীয় ও জেলা-উপজেলা কৃষকলীগ নেতৃবৃন্দ বলেছেন, কৃষকরা জাতির সূর্য সন্তান, কৃষকরা মাঠে ফসল ফলান বলেই সবার অন্ন জোটে।

কৃষকরা জাতির মূল চালিকা শক্তি। কৃষকদের ভাগ্যের উন্নয়নের জন্যই জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান কৃষকলীগ গঠন করেছিলেন।

নেতৃবৃন্দ বলেন, বঙ্গবন্ধু কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনার হাত ধরে দেশ আজ নানা ক্ষেত্রে অনেকদূর এগিয়ে গেছে, কিন্তু বাংলার কৃষকদের ভাগ্যের দৃশ্যমান উন্নয়ন ঘটেনি। তাই দেশরত্ন প্রধানমন্ত্রী শেখ হাসিনা কৃষকদের উন্নয়নে নানা পদক্ষেপ গ্রহন করেছেন।

তিনি কৃষকলীগকে গুরুত্ব দিয়ে সরকারি ধান-চাল ক্রয়ে কৃষকলীগ নেতাদের সম্পৃক্ত করার নির্দেশনা দিয়েছেন। কৃষি দপ্তরেও কৃষকলীগ নেতাদের সম্পৃক্ত করার প্রক্রিয়া চলছে। শনিবার(১৯ ডিসেম্বর) টাঙ্গাইলের ঘাটাইল উপজেলা কৃষকলীগের বিশেষ বর্ধিত সভায় বক্তৃতাকালে নেতৃবৃন্দ এসব কথা বলেন।

ঘাটাইল উপজেলা আওয়ামীলীগ কার্যালয়ে অনুষ্ঠিত বিশেষ বর্ধিত সভায় টাঙ্গাইল জেলা কৃষক লীগের সহ-সভাপতি আব্দুর রাজ্জাকের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন, কেন্দ্রীয় কৃষক লীগের সহ-সভাপতি আলহাজ মোস্তফা কামাল চৌধুরী।

বিশেষ অতিথি ছিলেন, কেন্দ্রীয় কৃষক লীগের সহ-সভাপতি অ্যাডভোকেট মো. রেজাউল করিম হিরণ, ঘাটাইল উপজেলা আ’লীগের আহ্বায়ক ও উপজেলা পরিষদের চেয়ারম্যান মো. শহিদুল ইসলাম লেবু।

প্রধান বক্তা ছিলেন, বাংলাদেশ কৃষক লীগের দপ্তর সম্পাদক মো. রেজাউল করিম রেজা। অন্যদের মধ্যে বক্তব্য রাখেন, কৃষকলীগের কেন্দ্রীয় কমিটির সদস্য মো. শাহজান আলী, জেলা কৃষকলীগের সহ-সভাপতি জমির উদ্দিন আমিরী, মোহাম্মদ আব্দুর রাজ্জাক,

সাংগঠনিক সম্পাদক মোশারফ হোসেন আকন্দ, মোস্তাফিজুর রহমান, সাগরদীঘি ইউপি চেয়ারম্যান মো. হেকমত সিকদার, অর্থ-সম্পাদক উত্তম কুমার ঘোষ প্রমুখ।

সভা পরিচালনা করেন, জেলা কৃষকলীগের সাধারণ সম্পাদক অ্যাভোকেট শামস উদ্দিন।

মন্তব্য করুন

মন্তব্য করেছে

 
 
 
 
 

ব্যবস্থাপনা পরিচালক : মু. জোবায়েদ মল্লিক বুলবুল
আশ্রম মার্কেট ২য় তলা, জেলা সদর রোড, বটতলা, টাঙ্গাইল-১৯০০।
ইমেইল: dristytv@gmail.com, info@dristy.tv, editor@dristy.tv
মোবাইল: +৮৮০১৭১৮-০৬৭২৬৩, +৮৮০১৬১০-৭৭৭০৫৩

shopno