আজ- ২০শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ, ৭ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ শনিবার  ভোর ৫:০৩

ক্ষমতায় থাকলেও সরকার বৈধ নয় :: কাদের সিদ্দিকী

 

দৃষ্টি নিউজ:

কৃষক শ্রমিক জনতালীগের সভাপতি বঙ্গবীর কাদের সিদ্দিকী বীরোত্তম বলেছেন, ক্ষমতায় থাকলেও এই সরকার বৈধ সরকার নয়। জনগণের ভোটে নির্বাচিত সরকার নয়। এটা জবরদস্তির সরকার। ‘সভা-সমাবেশ করতে সরকারের অনুমতি নেয়া হবে না’ বিএনপি মহাসচিব ফখরুল ইসলাম আলমগীরের দেয়া এ বক্তব্য গণতান্ত্রিক উল্লেখ করে তিনি বলেন, গণতন্ত্রে সরকারের অনুমতিতে সভা-সমাবেশ করতে হবে এমন কোন বাধ্য-বাধকতা নেই। শক্তির জোরে এই সরকার যতদিন ক্ষমতায় থাকবে কখনো মানুষের বন্ধু হতে পারবে না। মঙ্গলবার(২৬ নভেম্বর) দুপুরে টাঙ্গাইল প্রেসক্লাবের বঙ্গবন্ধু অডিটরিয়ামে কৃষক শ্রমিক জনতালীগ আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন।

তিনি বলেন, দেশে অস্থিতিশীল অবস্থা বিরাজ করছে। দেশের মানুষের স্বাভাবিক মৃত্যুর গ্যারান্টি নেই। পেঁয়াজ আড়াইশ’ টাকা কেজি, আবার বাড়ছে চালের দাম। নিত্যপ্রয়োজনীয় দ্রব্যাদির লাগামহীন উর্ধ্বগতিতে সাধারণ মানুষ বাঁচবে কীভাবে। প্রধানমন্ত্রী দক্ষ হলেও তার আশে-পাশে যারা আছেন তারা মোটেও যোগ্য নয়। সরকার যেভাবে চলা দরকার সেভাবেও চলতে পারছে না। যার ফলে প্রধানমন্ত্রী একটি মারাত্মক চাপের মুখে আছেন। আমাদের বন্ধু রাষ্ট্র ভারত। তারা পেঁয়াজ দিচ্ছে না, পেঁয়াজ পাঠাচ্ছে মালদ্বীপ।

বঙ্গবীর আরো বলেন, টাঙ্গাইল জেনারেল হাসপাতালে চিকিৎসারত একজন অসুস্থ বীরমুক্তিযোদ্ধার সার্টিফিকিট ছিঁড়ে ফেলা চিকিৎসক কীভাবে গত পাঁচদিন যাবৎ চাকুরিতে বহাল রয়েছেন- তা নিয়ে উদ্বেগ প্রকাশ করেন তিনি। এ সময় তিনি বলেন, ওই ডাক্তারকে যারা রক্ষা করতে চাইবে তারাই ক্ষতিগ্রস্ত হবেন।

সংবাদ সম্মেলনে বক্তব্য রাখেন, দলের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক হাবিবুর রহমান তালুকদার খোকা বীরপ্রতীক। এসময় উপস্থিত ছিলেন, কৃষক শ্রমিক জনতালীগ টাঙ্গাইল জেলা শাখার সভাপতি অ্যাডভোকেট রফিকুল ইসলাম রফিক, সাবেক সভাপতি মুক্তিযোদ্ধা আব্দুল হাই, সাধারণ সম্পাদক এটিএম ছালেক হিটলুসহ বিভিন্ন পর্যায়ের নেতাকর্মী।

মন্তব্য করুন

মন্তব্য করেছে

 
 
 
 
 

ব্যবস্থাপনা পরিচালক : মু. জোবায়েদ মল্লিক বুলবুল
আশ্রম মার্কেট ২য় তলা, জেলা সদর রোড, বটতলা, টাঙ্গাইল-১৯০০।
ইমেইল: dristytv@gmail.com, info@dristy.tv, editor@dristy.tv
মোবাইল: +৮৮০১৭১৮-০৬৭২৬৩, +৮৮০১৬১০-৭৭৭০৫৩

shopno