আজ- ২৪শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ, ১১ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ বুধবার  দুপুর ২:৫৯

খালেদা জিয়ার দিলে কোনো রহম পয়দা হয়নি : কৃষিমন্ত্রী

 

172204MOTYA_CHOWDHURY

“বেগম জিয়া ক্ষমতায় থাকলে দেশের সাধারণ মানুষের ভাগ্যের কোনো পরিবর্তন হয় না, তাদের কোনো উপকার হয় না। পক্ষান্তরে জাতির জনক বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা ক্ষমতায় থাকলে দেশের মানুষের উন্নতি হয়। শিক্ষার্থীরা বিনামূল্যে বই পায়, উপবৃত্তি পায়।” শুক্রবার শেরপুরের নালিতাবাড়ী উপজেলার মরিচপুরান ইউনিয়নে পবিত্র রমজান ও ঈদুল ফিতর উপলক্ষে দরিদ্র মানুষের মধ্যে ভিজিএফ চাল, খেজুর, শাড়ি, শিক্ষার্থীদের মাঝে কাপড় বিতরণ উপলক্ষে আয়োজিত সমাবেশে এসব কথা বলেন কৃষিমন্ত্রী মতিয়া চৌধুরী। বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে উদ্দেশ্য কৃষিমন্ত্রী বলেন, ” ওনার দিলে কোনো রহম পয়দা হয়নি। কোনোদিন হবেও না। দেশের যা কিছু আছে সবকিছু ওনার ছেলেরা খাবে, উনি হাওয়া ভবন, খাওয়া ভবন আর শোয়ার ভবন বানাবেন এটাই ছিল তাঁদের দেশ শাসনের নমুনা। এটাই বেগম খালেদা জিয়ার রাজনীতি।” মন্ত্রী তাঁর নিজ নির্বাচনী এলাকা নালিতাবাড়ী উপজেলার ৮ ইউনিয়নে ১২ হাজার ৬০০ মানুষকে ২০ কেজি করে চাল, প্রতি ইউনিয়নে ৩০টি করে শাড়ি, ৫৪টি বিদ্যালয়ের ৫৪০ ছাত্রীকে একটি করে থ্রিপিস এবং প্রতি ইউনিযনের ১২৫ যুবককে একটি করে টি-শার্ট ও পাজামা প্রদান করেন। এ সময় কৃষিমন্ত্রীর সঙ্গে জেলা প্রশাসক ডা. এ এম পারভেজ রহিম, পুলিশ সুপার মেহেদুল করিমসহ সংশ্লিষ্ট উপজেলার আওয়ামী লীগ নেতৃবৃন্দ এবং স্থানীয় জনপ্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

মন্তব্য করুন

মন্তব্য করেছে

 
 
 
 
 

ব্যবস্থাপনা পরিচালক : মু. জোবায়েদ মল্লিক বুলবুল
আশ্রম মার্কেট ২য় তলা, জেলা সদর রোড, বটতলা, টাঙ্গাইল-১৯০০।
ইমেইল: dristytv@gmail.com, info@dristy.tv, editor@dristy.tv
মোবাইল: +৮৮০১৭১৮-০৬৭২৬৩, +৮৮০১৬১০-৭৭৭০৫৩

shopno