আজ- ২০শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ, ৭ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ শনিবার  ভোর ৫:৪৩

গৃহবধূ মন্টি ঘোষ হত্যার বিচার দাবিতে মানববন্ধন

 

দৃষ্টি নিউজ:

টাঙ্গাইলে চাঞ্চল্যকর গৃহবধূ মন্টি ঘোষ হত্যার বিচার দাবিতে মানববন্ধন কর্মসূচি পালন করেছে তার স্বজনরা। মঙ্গলবার(১৭ সেপ্টেম্বর) দুপুরে টাঙ্গাইল শহীদ মিনারের সামনে এ মানববন্ধন কর্মসূচি পালন করা হয়।

এ সময় নিহতের বাবা চিনিবাস ঘোষ, মা উজ্জলা ঘোষ, আত্মীয়স্বজন ও এলাকাবাসী উপস্থিত ছিলেন। মানববন্ধন চলাকালে নিহত গৃহবধূ মন্টি ঘোষের বাবা চিনিবাস ঘোষ বলেন, ‘আমার মেয়েকে যারা হত্যা করেছে তাদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানাই’। এমন ঘটনার যেন পুনরাবৃত্তি না ঘটে একথা বলে তিনি কান্নায় ভেঙে পড়েন।

উল্লেখ্য, ২০১৪ সালের ১৪ সেপ্টেম্বর শহরের সাহাপাড়া এলাকায় নববধূ মন্টি ঘোষকে শ্বাসরোধে হত্যা করা হয়। এ ঘটনায় পরের দিন স্বামী রনি ঘোষকে প্রধান আসামি করে টাঙ্গাইল মডেল থানায় হত্যা মামলা দায়ের করেন নিহতের বাবা চিনিবাস ঘোষ।

মন্তব্য করুন

মন্তব্য করেছে

 
 
 
 
 

ব্যবস্থাপনা পরিচালক : মু. জোবায়েদ মল্লিক বুলবুল
আশ্রম মার্কেট ২য় তলা, জেলা সদর রোড, বটতলা, টাঙ্গাইল-১৯০০।
ইমেইল: dristytv@gmail.com, info@dristy.tv, editor@dristy.tv
মোবাইল: +৮৮০১৭১৮-০৬৭২৬৩, +৮৮০১৬১০-৭৭৭০৫৩

shopno