আজ- ২৯শে মার্চ, ২০২৪ খ্রিস্টাব্দ, ১৫ই চৈত্র, ১৪৩০ বঙ্গাব্দ শুক্রবার  রাত ৪:১০

গোপালপুরে দুই মসজিদ কমিটির মুসল্লির সংঘর্ষে আহত চার- গ্রেপ্তার পাঁচ

 

দৃষ্টি নিউজ:

টাঙ্গাইলের গোপালপুরে মসজিদে ক্যালেন্ডার ঝুঁলানোকে কেন্দ্র করে দুই মসজিদ কমিটির মুসল্লিদের মধ্যে সংঘর্ষে চারজন আহত হয়েছেন।

এ ঘটনায় থানায় পাল্টাপাল্টি মামলায় শুক্রবার(১৬ এপ্রিল) রাতে পুলিশ উভয়পক্ষের পাঁচজনকে গ্রেপ্তার করেছে।

জানা যায়, গোপালপুর উপজেলার আলমনগর উত্তরপাড়া মসজিদ কমিটির সঙ্গে দক্ষিণপাড়া মসজিদ কমিটির দীর্ঘদিন ধরে বিরোধ চলছিল।

গত ১৩ এপ্রিল বিকালে উত্তরপাড়া মসজিদ কমিটির লোকজন দক্ষিণপাড়া মসজিদের ভেতরের দেওয়ালে পবিত্র রমজানের সময়সূচি সম্বলিত একটি ক্যালেন্ডার টাঙান।

পরে দক্ষিণপাড়া মসজিদ কমিটির লোকজন ক্যালেন্ডারটি ভেতর থেকে খুলে বারান্দায় টাঙিয়ে রাখেন।

পরদিন ১৪ এপ্রিল বিকালে উত্তরপাড়া মসজিদ কমিটির লোকজন ক্যালেন্ডারটি বারান্দায় দেখে দক্ষিণপাড়া মসজিদে থাকা লোকজনদের গালিগালাজ করতে থাকেন।

এ সময় আশরাফুল আলম ইয়াসিন নামে এক যুবক তাদের বাঁধা দিলে উত্তরপাড়া মসজিদ কমিটির লোকজন হাতুরি, রড, বাঁশের লাঠি নিয়ে আশরাফুল আলম ইয়াসিনসহ উপস্থিত মুসল্লিদের ওপর হামলা করেন।

এতে আশরাফুল আলম ইয়াসিন সহ চারজন আহত হন। স্থানীয়রা তাদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন।

এ ঘটনায় আলমনগর দক্ষিণপাড়ার তোরাপ আলী বাদী হয়ে মধ্যপাড়ার হায়দার আলী ও তার ছেলে জাহিদ, নস্কর আলীর ছেলে সুমন, মোশারফ হোসেনের ছেলে আশরাফ আলী ও সাইফুল, হযরত আলীর ছেলে রফিকুল ইসলাম ও আকবর, ঠান্ডুর ছেলে সোহাগ, আবু

সাইদ, বাদশা, রশিদের ছেলে আমিনুলসহ অজ্ঞাত আরও ১২-১৩ জনকে আসামি করে বৃহস্পতিবার(১৫ এপ্রিল) বিকালে গোপালপুর থানায় মামলা দায়ের করেন।

পরে আলমনগর উত্তরপাড়া মসজিদ কমিটির নিজাম উদ্দিন বাদী হয়ে দক্ষিণপাড়া মসজিদ কমিটির লোকজনকে আসামি করে অপর একটি মামলা দায়ের করেন।

গোপালপুর থানার অফিসার ইনচার্জ(ওসি) মো. মোশাররফ হোসেন জানান, ওই ঘটনাকে কেন্দ্র করে থানায় পাল্টাপাল্টি দুটি মামলা দায়ের হয়েছে। মামলার পর আলমনগর উত্তরপাড়া মসজিদ কমিটির শামীম, আমানউল্লাহ ও আমিনুলকে গ্রেপ্তার করা হয়েছে।

অপর মামলায় দক্ষিণপাড়া মসজিদ কমিটির দুইজনকে গ্রেপ্তার করে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।

মন্তব্য করুন

মন্তব্য করেছে

 
 
 
 
 

ব্যবস্থাপনা পরিচালক : মু. জোবায়েদ মল্লিক বুলবুল
আশ্রম মার্কেট ২য় তলা, জেলা সদর রোড, বটতলা, টাঙ্গাইল-১৯০০।
ইমেইল: dristytv@gmail.com, info@dristy.tv, editor@dristy.tv
মোবাইল: +৮৮০১৭১৮-০৬৭২৬৩, +৮৮০১৬১০-৭৭৭০৫৩

shopno