আজ- ২০শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ, ৭ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ শনিবার  সন্ধ্যা ৬:০৪

গোপালপুরে পাটজাত মোড়ক ব্যবহার না করায় জরিমানা

 

দৃষ্টি নিউজ:

wcuup
টাঙ্গাইলের গোপালপুরে উৎপাদিত পণ্যে পাটজাত মোড়ক ব্যবহার না করায় কাবা রাইস প্রসেসিং মিলকে ২০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। বৃহস্পতিবার(৩০ সেপ্টেম্বর) সন্ধ্যায় ভ্রাম্যমাণ আদালতের বিচারক এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট ও সহকারী কমিশনার (ভূমি) মাকছুদুল ইসলাম এ জরিমানা করেন।
বৃহস্পতিবার বিকালে পণ্যে পাটজাত মোড়ক ব্যবহার নিশ্চিতকরণের লক্ষ্যে ভ্রাম্যমাণ আদালত পরিচালিত হয়। এ সময় পৌরশহরের ডুবাইল বাজার এলাকার মনছুর আলীর মালিকাধীন কাবা রাইস প্রসেসিং মিলে বিক্রির উদ্দেশে প্লাস্টিকের বস্তায় মজুদকৃত প্রায় ২৫০ বস্তা চাল পাওয়া যায়। পণ্যে পাটজাত মোড়ক ব্যবহার না করায় ওই প্রতিষ্ঠানকে ২০ হাজার টাকা জরিমানা করা হয়।
পরে মিলের ব্যবস্থাপক রমজান আলী ওই টাকা পরিশোধ করেন বলে জানান সহকারী কমিশনার (ভূমি) মাকছুদুল ইসলাম।

মন্তব্য করুন

মন্তব্য করেছে

 
 
 
 
 

ব্যবস্থাপনা পরিচালক : মু. জোবায়েদ মল্লিক বুলবুল
আশ্রম মার্কেট ২য় তলা, জেলা সদর রোড, বটতলা, টাঙ্গাইল-১৯০০।
ইমেইল: dristytv@gmail.com, info@dristy.tv, editor@dristy.tv
মোবাইল: +৮৮০১৭১৮-০৬৭২৬৩, +৮৮০১৬১০-৭৭৭০৫৩

shopno